প্রতীকী ছবি।
ইংল্যান্ড সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলে আবার করোনা হানা। এ বার আক্রান্ত হলেন কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। বৃহস্পতিবার কনওয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তাঁকে পাঁচ দিন বিচ্ছিন্নবাসে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
এর আগে করোনা আক্রান্ত হন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। কনওয়ের আগেই অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল, ফিজিও বিজয় বল্লভ, স্ট্রেংন্থ এবং কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন করোনা আক্রান্ত হন। দলের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন। সতর্কতা হিসেবে ব্রেসওয়েল, বল্লভ এবং ডোনাল্ডসনকে দলের সঙ্গে লিডস নিয়ে যাওয়া হয়নি। তাঁদের আলাদা ভাবে নিয়ে যাওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেন কনওয়ে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ড শিবিরের আশা, এক সপ্তাহ বাকি থাকায় তৃতীয় টেস্টে কনওয়ে এবং ব্রেসওয়েল দু’জনেই খেলতে পারবেন। তাঁদের পরিবর্ত হিসেবে কোনও ক্রিকেটার চায়নি সফরকারীরা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।