যুজবেন্দ্র চহাল। —ফাইল চিত্র।
বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট যুজবেন্দ্র চহালের। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে ভারতীয় স্পিনারের বিচ্ছেদ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহাল। দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। তার পর চহালের একটি পোস্ট জল্পনাকে আরও উসকে দিয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে চহাল যা লিখেছেন, তার অর্থ ‘‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজা ভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। এক জন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’’
বাবা, মায়ের পাশে থাকা কথা লিখেছেন চহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। উল্লেখ্য, ২০০০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
চহলা সব ছবি মুছে দিলেও ধনশ্রী এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেগুলি তাঁর অ্যাকাউন্টে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায়, তা নিয়ে আলোচনা চলছে। ধনশ্রী আদতে ছিলেন চহালের নাচের শিক্ষক। পরে সম্পর্কে জড়ান তাঁরা। তবে সম্পর্ক যে ঠিকঠাক নেই তা বোঝা গিয়েছিল কয়েক মাস আগেই। শোনা গিয়েছিল, শ্রেয়স আয়ারের সঙ্গে নাকি ধনশ্রীর সম্পর্ক রয়েছে। যদিও সকলেই খবরটি উড়িয়ে দিয়েছিলেন সে সময়।
ধনশ্রীর সঙ্গে চহালের আলাপ হয় তাঁদের এক বন্ধুর মাধ্যমে। অতিমারি চলাকালীন নাচ শিখতে চেয়েছিলেন চহাল। ধনশ্রীর কাছে নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। ধনশ্রীর বিভিন্ন অনলাইন ওয়ার্কশপেও যোগ দিতেন।