গোলাপি জার্সিতে মহম্মহ সিরাজ। ছবি: এক্স (টুইটার)।
বদলে গেল ভারতীয় টেস্ট দলের জার্সি। রবিবার নতুন জার্সি পরে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর। শনিবার পর্যন্ত পরিচিত জার্সি পরেই খেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার ভারতের জার্সিতে নীলের পরিবর্তে গোলাপি রং ব্যবহার করা হয়েছে।
বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে সিডনিতে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচকে চিহ্নিত করা হয়েছে পিঙ্ক বা গোলাপি টেস্ট হিসাবে। স্তন ক্যানসার সচেতনতার জন্য বেছে নেওয়া হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের শেষ টেস্টকে। ২০২৫ সালের প্রথম টেস্টর প্রথম দিন থেকেই প্যাক কামিন্সদের জার্সিতে সবুজের বদলে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। তবে ভারতীয় দল শুক্র এবং শনিবার ম্যাচের প্রথম দু’দিন পরিচিত জার্সিই ব্যবহার করেছে। রবিবার নতুন জার্সি পরে ভারতীয় দলও স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রচেষ্টার পাশে দাঁড়াল।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার ফাউন্ডেশনের উদ্যোগে বছরের প্রথম টেস্ট ম্যাচে স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। ম্যাচের তৃতীয় দিনটি উৎসর্গ করা হয় জেন ম্যাকগ্রাকে। স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০০৮ সালের ২২ জুন প্রয়াত হন প্রাক্তন জোরে বোলারের স্ত্রী। তাঁর সম্মানার্থে রবিবার ম্যাচের তৃতীয় দিন জার্সিতে গোলাপি রং ব্যবহার করেছে ভারতীয় ক্রিকেট দলও।