Sandeep Lamichhane

গ্রেফতার হতে পারেন জেনে দেশেই ফিরছেন না ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার! কী বলছেন তিনি

তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে নির্বাসিত করেছে দেশের ক্রিকেট বোর্ড। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ফিরতে চাইছেন না ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৮
Share:

দেশে না ফিরে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সন্দীপ লামিছানে। —ফাইল চিত্র

দেশের ক্রিকেট বোর্ড তাঁকে নির্বাসিত করেছে। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এ কথা জানার পরে দেশেই ফিরতে চাইছেন না নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত সন্দীপ লামিছানে। নেপালের নির্বাসিত ক্রিকেট অধিনায়ক জানিয়েছেন, তিনি হতাশ ও অসুস্থ। এই খবর তাঁকে শারীরিক ও মানসিক ভাবে খুব আঘাত দিয়েছে। শরীর সুস্থ হলে তার পরেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন লামিছানে।

Advertisement

একটি বিবৃতিতে লামিছানে বলেছেন, ‘আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর শুনে আমি অসুস্থ হয়ে পড়েছি। মানসিক ভাবেও আমি বিধ্বস্ত। আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি। কারও সঙ্গে দেখা করছি না। শারীরিক ও মানসিক ভাবে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। চিকিৎসকেদের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছি। সুস্থ হলে নেপাল ফিরে আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়ব।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন লামিছানে। সেখানে গিয়ে এই খবর শোনেন তিনি। তার পরে আর সে দেশে কোনও ম্যাচ খেলেননি লামিছানে। ক্যারিবিয়ান লিগ থেকে সরে আসার কথা টুইট করে জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি নির্দোষ। নেপালের আইনের উপর আমার আস্থা আছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে আপাতত আমি সরে যাচ্ছি। কিছু দিনের জন্য দেশে ফিরছি। আমার নামে ভুল অভিযোগ আনা হচ্ছে। আশা করি সঠিক পথে তদন্ত হবে।’ কিন্তু সেই দেশে এখনও রয়েছেন লামিছানে। এ দিকে কাঠমান্ডুর আদালত নির্দেশ দিয়েছে, লামিছানেকে দেশের যেখানে দেখা যাবে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ২২ অগস্ট নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে লামিছানে এক কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হন। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হোস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাধা দেন। হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চান। সেটাও হতে দেননি লামিছানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই কিশোরীর বাবা-মা অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত করে এই তথ্য জানতে পেরেছে।

২০১৮ সালে নেপালের জাতীয় দলে সুযোগ পান লামিছানে। সে বছরই আইপিএলে দিল্লি ক্যাপিটালস কেনে তাঁকে। লামিছানে নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। দিল্লির হয়ে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে দিল্লির হয়ে তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নেন তিনি। পরের বছর দিল্লির হয়ে ছ’টি ম্যাচ খেলেন লামিছানে। নেন আটটি উইকেট। ২০২০ সালে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। তার পরে আর আইপিএলে খেলার সুযোগ পাননি লামিছানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement