বিধ্বংসী মেজাজে শুভমন গিল। —ফাইল চিত্র
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তাই হয়তো মনের রাগ পুষিয়ে নিচ্ছেন রান করে। কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে ভাল ছন্দে শুভমন গিল। সাসেক্সের বিরুদ্ধে প্রথম দিন ১০২ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ১১টি চার ও দু’টি ছক্কা। পাকিস্তানের বোলার ফাহিম আশরফকে বেধড়ক মেরেছেন তিনি।
কয়েক দিন আগেই জাতীয় দলের হয়ে এক দিনের ক্রিকেটে প্রথম শতরান করেছেন গিল। সেই ছন্দ ধরে রেখেছেন কাউন্টিতেও। মাঠের চার দিকে শট মেরেছেন গিল। কাট, পুল, কভার ড্রাইভ, কী নেই সেই তালিকায়। পাক পেসারের বিরুদ্ধে একটু বেশিই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন গিল। তাঁর বলে উইকেটের পিছনের দিকেও বেশ কয়েকটি শট খেলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারকে।
তবে গোটা ইনিংস জুড়ে যে একই ছন্দে গিল ব্যাট করেছেন, তা নয়। প্রথম বৃষ্টির বিরতির আগে অপেক্ষাকৃত ধীরে খেলছিলেন তিনি। তখন তাঁর জুড়ি ডেভিড লয়েড মেরে খেলছিলেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরে লয়েড আউট হওয়ার পরে রানের গতি বাড়ান গিল। পরের ১৫ ওভারে ৭০ রান করেন তিনি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ হয়ে যাওয়ায় শতরান হয়নি গিলের। দ্বিতীয় দিন শতরান লক্ষ্যে নামবেন তিনি।