যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার মুহূর্ত। ছবি: এক্স।
যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক। মেলবোর্নে তাঁর ব্যাটে আদৌ বল লেগেছিল কি না তা নিয়ে জল্পনা রয়েছে। স্নিকোতে কোনও আওয়াজ ধরা পড়েনি। যদিও তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত আউটের সিদ্ধান্ত জানান। তিনি জানান, বল গ্লাভসে লেগেছে। ভিডিয়োয় তেমনটাই দেখা গিয়েছে বলে জানিয়েছেন সৈকত।
কী ঘটেছিল?
মেলবোর্নে শেষ দিনে ব্যাট করছিলেন যশস্বী। তিনিই ভারতীয় দলকে টানছিলেন। তরুণ ব্যাটার হঠাৎ আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে ভারত। ৭১তম ওভারে বল করছিলেন প্যাট কামিন্স। তাঁর বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালান ব্যাটার। বল উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে যেতেই অস্ট্রেলিয়া আউটের আবেদন করে। কিন্তু মাঠের আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। আউট দেন তৃতীয় আম্পায়ার।
কেন বিতর্ক?
তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার সৈকত বলেন, “ভিডিয়োয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।” সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনও প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি সঠিক?
স্নিকোতে কোনও স্পাইক না দেখালেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক হয়। কিন্তু রবি শাস্ত্রী বলেন, “তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো না-ও মানতে পারেন। সেই ক্ষমতা তাঁর আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে। তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত।” সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে দেখানো হয় বল যশস্বীর ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করেছে, যা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষেই কথা বলছে।
যশস্বীর শরীরী ভাষা
অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পর যশস্বী নন-স্ট্রাইকারে দাঁড়ানো ওয়াশিংটন সুন্দরের দিকে এগিয়ে যান। সেই সময় তাঁর মুখ-চোখে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল। যশস্বীর পাশ দিয়ে যাচ্ছিলেন ট্রেভিস হেড। ভারতীয় ওপেনার সেই সময় ওয়াশিংটনকে কিছু একটা বলছিলেন। যা শুনতে পেয়ে হেড তাঁর সতীর্থদের বলেন যে, যশস্বী আউট। যদিও স্নিকোতে কিছু দেখা না গেলে, সেটা নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তরুণ ব্যাটারকে। যশস্বী মেনে নিতে পারেননি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। যদিও প্রশ্ন উঠবে তাঁর শট নির্বাচন নিয়ে। টেস্ট বাঁচাতে যখন তিনিই ভরসা, তখন হঠাৎ লেগ স্টাম্পের বাইরের বলে কেন ব্যাট চালাতে গেলেন তা বোঝা মুশকিল।
কেন স্নিকোতে ধরা পড়ল না?
বল যশস্বীর গ্লাভসে লাগার ভিডিয়ো দেখা গেলেও স্নিকোতে দেখা যায়নি। এর আগেও বিভিন্ন সময় স্নিকো নিয়ে বিতর্ক হয়েছে। কখনও বল না লাগলেও স্নিকোতে আওয়াজ ধরা পড়েছে, আবার কখনও ব্যাটে বল লাগলেও তা ধরা পড়েনি। এই প্রযুক্তি কতটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠবেই। তবে যশস্বীর ক্ষেত্রে আরও একটি যুক্তি প্রযোজ্য। স্নিকোর মাইক থাকে স্টাম্পের পিছনে মাটির নীচে। উইকেটের উচ্চতায় বল থাকলে সেই আওয়াজ যতটা সহজে ধরা পড়ে, সেটা বেশি উচ্চতা থাকলে সম্ভব নয়। যশস্বী ৬ ফুট লম্বা । বল তাঁর মাথার কাছ দিয়ে যাচ্ছিল। অর্থাৎ, স্টাম্প মাইক ছিল অন্তত ৬ ফুট নীচে। সেই কারণে গ্লাভসের মতো নরম জিনিসে বলের স্পর্শ ধরা না-ও পড়তে পারে স্নিকোতে। তাই তৃতীয় আম্পায়ার তাঁর পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়েছেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে তাই অনেকেই সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন।
রোহিত কী বলছেন?
ভারত অধিনায়ক রোহিতও মনে করছেন বল গ্লাভসে লেগেছে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “স্নিকোতে দেখা যায়নি বল লেগেছে কি না। তবে আমার মনে হয় বল লেগেছে। তবে বেশির ভাগ সময় সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে যায়। সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”