Cheteshwar Pujara

Cheteshwar Pujara: ব্যাটিং ছেড়ে নতুন ভূমিকায় পুজারা! কী করছেন ভারতীয় ব্যাটার

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে নতুন ভূমিকায় পুজারা। লেগ স্পিন করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৪:২৭
Share:

নতুন ভূমিকায় পুজারা ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পরে ফের কাউন্টি খেলতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে। ইংল্যান্ডের কাউন্টির হয়ে লেগ স্পিন করলেন তিনি।

Advertisement

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ৪৬ রান করেন পুজারা। প্রথম ইনিংসে ৫৮৮ রান করে সাসেক্স। তার পর বল করতে নেমে পড়েন তিনি। এক ওভার লেগ স্পিন করেন পুজারা। ৮ রান দেন। কোনও উইকেট পাননি।

সাসেক্স পুজারার বল করার ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করে। তবে এই প্রথম বার পুজারাকে বল করতে দেখা গেল না। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে লাল বলের ক্রিকেটে মোট ৪১.৫ ওভার বল করেছেন পুজারা। নিয়েছেন ৬ উইকেট। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অবশ্য মাত্র ১ ওভার বল করেছেন তিনি।

Advertisement

গত আইপিএলের নিলামে দল না পাওয়ার পরে কাউন্টি ক্রিকেটে খেলতে শুরু করেন পুজারা। সাসেক্সের হয়ে আটটি ইনিংসে ৭২০ রান করেছেন তিনি। নভেম্বর মাসের আগে ভারতের টেস্ট সিরিজ নেই। তাই আপাতত সাসেক্সের হয়েই খেলবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement