Virat Kohli

Virat Kohli: সচিন-দ্রাবিড়দের মতো কোহলীকেও ফর্মে ফেরার রাস্তা নিজেকেই খুঁজে বার করতে হবে: সৌরভ

বিরাট কোহলীর উপর ভরসা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে কোহলীকে নিজেই ফর্মে ফেরার পথ খুঁজতে হবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৩:০৭
Share:

বিরাট কোহলীর উপর ভরসা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ফাইল চিত্র

বিরাট কোহলীকে নিজেই নিজের ছন্দ খুঁজতে হবে বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলীর উপর তাঁর আস্থা রয়েছে। কিন্তু ভাল খেলতে না পারলে দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কোহলীকে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন বিসিসিআই সভাপতি।

Advertisement

সৌরভের মতে, কোহলী জানেন যে তিনি নিজের যোগ্যতার ধারেকাছেও নেই। অন্য কাউকে কিছু ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। সৌরভ বলেন, ‘‘কোহলী নিজেই জানে ওর মান অনুযায়ী ও খেলতে পারছে না। আমি বিশ্বাস করি ও ভাল খেলবে। কিন্তু সেই পথ ওকে নিজেকেই খুঁজে বার করতে হবে। গত ১২-১৩ বছর ধরে ও যে ভাবে খেলেছে সেই ফর্মে ফিরতে হবে ওকে। কোহলীই সেটা করে দেখাতে পারে।’’

দীর্ঘ দিন ধরে খেললে সব ক্রিকেটারেরই উত্থান-পতন হয় বলে জানিয়েছেন সৌরভ। এই প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন তিনি। সৌরভ বলেন, ‘‘খেলায় ভাল-খারাপ সময় আসে। সচিন, দ্রাবিড় থেকে আমি, সবার জীবনেই খারাপ সময় এসেছে। ভবিষ্যতেও আসবে। এটাই খেলার অঙ্গ। তাই তোমাকে মাঠে নেমে শুধু নিজের খেলাটা খেলতে হবে।’’

Advertisement

ভারতীয় দলের হয়ে এত বছর ধরে কোহলী যা রান করেছেন, তা এক জন ভাল ক্রিকেটার ছাড়া সম্ভব নয়। সেটা সবার মনে রাখা উচিত বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘‘আম্তর্জাতিক ক্রিকেটে কোহলীর রান দেখুন। এটা এক জন ভাল ক্রিকেটার ছাড়া করা সম্ভব নয়। ও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা ও নিজেও জানে। তবে ও অবশ্যই খারাপ সময় কাটিয়ে উঠবে।’’

এর মধ্যেই কোহলীর দলে থাকা নিয়ে প্রশ্ন করেছেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, ফর্ম না থাকলে শুধুমাত্র নাম দেখে কাউকে দলে রাখা উচিত নয়। তা হলে অনেক সময় যোগ্য ক্রিকেটার সুযোগ পান না। এই মন্তব্যের বিরুদ্ধে গিয়ে কোহলীর পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের কথায়, কপিল বাইরে থেকে সবটা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে তিনি জানেন না। কোহলীর উপর দলের ভরসা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement