সরাসরি কোয়ার্টারে খেলবে অভিমন্যুর বাংলা। ফাইল ছবি
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হঠাৎই হোঁচট খেল বাংলা। পর পর চার জয়ের পর শনিবার গ্রুপের শেষ ম্যাচে চণ্ডীগড়ের কাছে হেরে গেল তারা। তাতে অবশ্য নকআউট পর্বে ওঠা নিয়ে সমস্যা থাকল না। গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল বাংলা। আগামী ১ নভেম্বর কলকাতায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।
এ দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়। প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বাদে কেউ দাঁড়াতে পারেননি। ৬৭ রানে ৫ উইকেট হারায় বাংলা। শেষ দিকে এসে করণ লাল ঈশ্বরণকে সঙ্গত দেন। ৪৬ রানে করে ফিরে যান ঈশ্বরণ। ২৭ রানে আউট হন করণ। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৫ তোলে বাংলা। চণ্ডীগড়ের বোলার জগজিৎ সিংহ ৩ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন।
ব্যাট করতে নেমে কখনওই সমস্যায় পড়তে হয়নি চণ্ডীগড়কে। দুই ওপেনার মনন ভোরা (১২) এবং হার্নুর সিংহ (২৭) ফিরে যান ৫০ রানের মধ্যে। এর পর অঙ্কিত কৌশিক (অপরাজিত ৫৭) এবং ভগমেন্দর লাথার (অপরাজিত ৩২) ৮৯ রানের জুটি গড়ে জিতিয়ে দেন দলকে।