Ranji Trophy 2024-25

শামির ৩ উইকেট, শাহবাজ়ের ৪, রঞ্জিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বাংলা

শুক্রবার খেলার শেষে বাংলা শিবির জয়ের জন্য তাকিয়ে ছিল বোলারদের দিকে। হতাশ করেননি শামিরা। চাপের মুখে বাংলাকে দু’বার উইকেট নিয়ে লড়াইয়ে ফিরিয়ে আনেন শাহবাজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:০০
Share:

শাহবাজ় আহমেদ। ছবি: এক্স (টুইটার)।

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল বাংলা। টান টান উত্তেজনার ম্যাচে ১১ রানে জয় পেলেন অনুষ্টুপ মজুমদারেরা। চোট সারিয়ে এক বছর পর মাঠে ফিরে জয়ের স্বাদ পেলেন মহম্মদ শামিও। বাংলার জয়ে শামির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শাহবাজ় আহমেদও। শাহবাজ় ৪৮ রানে ৪ উইকেট নিলেন। শামির ঝুলিতে ৩ উইকেট ১০২ রান খরচ করে। মরসুমের প্রথম পেল বাংলা।

Advertisement

শনিবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য বাংলার দরকার ছিল ৭ উইকেট। অন্য দিকে, মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল ১৮৮ রান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ সাজানোই ছিল। ইন্ডোরের ২২ গজে শুভম শর্মা, বেঙ্কটেশ আয়ারদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ সামলে বাংলার ঝুলিতে ৬ পয়েন্ট এনে দিলেন শামি, শাহবাজ়েরা।

মধ্যপ্রদেশ ১৬১ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৯৪ রানের জুটি গড়েন শুভম এবং বেঙ্কটেশ। মধ্যপ্রদেশ অধিনায়ক করেন ৬১। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা বেঙ্কটেশের ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। বেঙ্কটেশকে আউট করে বাংলাকে লড়াইয়ে ফেরান রোহিত কুমার।

Advertisement

তাঁদের এই জুটিই শুধু নয়, বাংলাকে সমস্যায় ফেলেছিল আরও এক জুটি। অষ্টম উইকেটে সারাংশ জৈন এবং আরিয়ান পান্ডের মরিয়া চেষ্টা চাপে ফেলে দেয় বাংলাকে। তাঁদের জুটিতে ওঠে ৬২ রান। সারাংশকে (৩২) আউট করেন শাহবাজ়। সারাংশ আউট হওয়ার সময় জয় থেকে ২১ রান দূরে ছিল মধ্যপ্রদেশ। তার পর আরিয়ানকেও (২২) আউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেন শাহবাজ়। এ সময় ২৪ রান প্রয়োজন ছিল মধ্যপ্রদেশের। যদিও সুযোগ হাতছাড়া করেননি বাংলা। কুমার কার্তিয়েক সিংহকে (৬) আউট করে বাংলার ছ’পয়েন্ট নিশ্চিত করেন শামি। শুক্রবার খেলার শেষে বাংলা শিবির জয়ের জন্য তাকিয়ে ছিল বোলারদের দিকে। হতাশ করেননি শামিরা। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের ইনিংস শেষ হয় ৩২৬ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement