ফাইল চিত্র।
অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে কী ভাবছেন তাঁর সতীর্থরা? কোচ রাহুল দ্রাবিড় থেকে বিরাট কোহলি, সবাই নিজেদের মনের কথা খুলে বলেছেন আইসিসি-র তুলে ধরা এক ভিডিয়োয়। যে ভিডিয়ো প্রকাশ করা হয় পার্থে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে।
রাহুল দ্রাবিড় যেমন বলেছেন, ‘‘রোহিত সব সময় হাল্কা মেজাজে থাকে। শান্ত মাথার ছেলে। দলকে চনমনে রাখতে খুবই সাহায্য করে। শুধু তাই নয়, রোহিত সবার কথা শুনতেও পছন্দ করে। কেউ কোনও নতুন ভাবনার কথা বললে সেটা ও স্বাগত জানায়।’’
দলের অধিনায়ককে নিয়ে কোচ আরও বলেছেন, ‘‘আমরা দলের মধ্যে একটা ভাল, সুন্দর পরিবেশ তৈরি করেছি। যেখানে আমরা চেষ্টা করি একে অন্যের কাছ থেকে সেরাটা বার করে আনার।’’ দলে নিজের ভূমিকা নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘‘আমার কাজ হল রোহিতের পাশে থাকা। ওর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া। যাতে রোহিত ওর নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে। পাশাপাশি আমাকে এটাও দেখতে হয় যাতে নিজের ব্যাটিংয়েও মনঃসংযোগ করতে পারে রোহিত।’’ যোগ করেন, ‘‘রোহিত কতটা ভাল, তা সবাই জানে। ও রান পেলে দল হিসেবে আমরা ভাল জায়গায় চলে যাব।’’
অধিনায়ক রোহিতের প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। তিনি বলেছেন, ‘‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা দারুণ। তার জন্য কৃতিত্ব প্রাপ্য রোহিত এবং দল পরিচালন সমিতির। সবাই ভাল করে জানে দলে কার কী ভূমিকা।’’
সেই ২০০৭ সাল থেকে রোহিতের সঙ্গে খেলছেন দীনেশ কার্তিক। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সতীর্থকে নিয়ে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ‘‘নিজের দক্ষতা বাড়ানোর জন্য সব রকম ভাবে চেষ্টা করে রোহিত। সময়র সঙ্গে সঙ্গে রোহিতের খেলায় অনেক উন্নতি হয়েছে। ও আরও ভাল হয়েছে।’’
নিজের সম্পর্কে রোহিত কী বলছেন? আট বার এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রোহিত। ভারত অধিনায়কের কথায়, ‘‘সবাই এই সুযোগটা পায় না। আমার ভাগ্য সত্যিই ভাল। সম্মানিতও বোধ করছি। আমি এখন বুঝতে শিখেছি দল আমার থেকে কী চায়। এক জন খেলোয়াড় হিসেবে আর এক জন অধিনায়ক হিসেবে। এই যাত্রাপথটা খুবই দীর্ঘ। সামনের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি।’’ যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবারের ম্যাচে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান রোহিত।