শাকিব আল হাসান। ছবি: পিটিআই।
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আফগানিস্তানকে হারাতেই হত। সেই কাজে সফল বাংলাদেশ। মেহেদি হাসান এবং নাজমুল হোসেনের শতরানের সৌজন্যে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে তারা। ম্যাচের পর দুই ক্রিকেটারকেই কুর্নিশ করেছেন অধিনায়ক শাকিব আল হাসান। অন্য দিকে, সদ্যোজাত সন্তানকে শতরান উৎসর্গ করেছেন নাজমুল।
মেহেদিকে ওপেন করতে পাঠানো হয়েছিল। তিনি হতাশ করেননি। ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের নবম ওপেনার হিসাবে শতরান করেছেন। অন্য দিকে, মিডল অর্ডারে খেলতে নামা নাজমুল ১০৪ রানের ইনিংস খেলেছেন। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়েছেন।
ম্যাচের পর শাকিব বলেছেন, “অলরাউন্ড খেলা বলতে যা বোঝায় সেটাই দেখিয়েছি আমরা। টস জিতে সুবিধাই হয়েছে। এই গরমে খেলা সোজা কথা নয়। মেহেদি এবং নাজমুল সেখানে ধৈর্য ধরে রান করেছে। মেহেদির দক্ষতা সম্পর্কে আগেই আমরা জানতাম। আফগানিস্তানের বিরুদ্ধে ওর রেকর্ডও ভাল। জোরে বোলাররাও ইদানীং ভাল খেলছে। আশা করি এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।”
নাজমুল বলেন, “এই শতরান আমার ছেলেকে উৎসর্গ করছি। শুরুতে দুটো উইকেট পড়ে যাওয়ার পরেও আমরা ঘাবড়ে যাইনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছি। প্রতিটা বল বুঝে খেলেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে খুবই উপকার হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা।”