Asia Cup 2023

রোহিতদের সোমবারের ম্যাচও কি ভেস্তে যাবে? খেলার কোন সময়ে কতটা বৃষ্টি হতে পারে?

পাকিস্তানের মতো নেপাল ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচও কি ভেস্তে যাবে? না কি খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:০০
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। সোমবার গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত মুখোমুখি হতে চলেছে নেপালের। কিন্তু এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচের দিন সকালে এবং মাঝে বৃষ্টি হতে পারে।

Advertisement

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে ভারত। নেপাল ম্যাচেও একই জিনিস হলে সমস্যা হওয়ার কথা নয়। কারণ ভারতের দু’পয়েন্ট হবে। নেপালের এক পয়েন্ট। সে ক্ষেত্রে সুপার ফোরে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ক্যান্ডিতে সোমবার দুপুর ১টায় বৃষ্টি হবে না। দুপুর ২টোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত-নেপাল ম্যাচ শুরু দুপুর ৩টে থেকে। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে খেলা এক ঘণ্টা গড়ানোর পর দুপুর ৪টে নাগাদ আবার সামান্য বৃষ্টির সম্ভাবনা। এর পর রাত ১১টা পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে।

Advertisement

অর্থাৎ দেখা যাচ্ছে, একটি সময় ছাড়া গোটা ম্যাচে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তা ছাড়া, ভারত-নেপাল ম্যাচ পুরো ১০০ ওভার খেলা হবে, এমনটা অনেকেই মনে করছেন না। ম্যাচের গোটা সময়েই মাঝারি বেগে হাওয়া বইবে। তার উপর আকাশ মেঘলা থাকায় সুবিধা পেতে পারেন পেসারেরা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও খুব বেশি থাকবে না। তাপমাত্রা থাকবে ২৫-৩০ ডিগ্রির মধ্যেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement