ICC ODI World Cup 2023

বিশ্বকাপ ফাইনালের আগেই ফাঁস হয়ে গেল অস্ট্রেলিয়ার পরিকল্পনা! কী হল আমদাবাদে?

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগের দিনই কি ফাঁস হয়ে গেল অস্ট্রেলিয়ার পরিকল্পনা? কী বলছেন দলের ক্রিকেটার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২০:৪১
Share:

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। —ফাইল চিত্র

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এক দলের সামনে দেশের মাটিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতার সুযোগ। অন্য দলের সুযোগ ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। এই পরিস্থিতিতে খেলার আগের দিনই কি ফাঁস হয়ে গেল অস্ট্রেলিয়ার পরিকল্পনা!

Advertisement

ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথকে সাংবাদিকেরা প্রশ্ন করেন যে ভারতের বিজয়রথ থামাতে কী পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। জবাবে স্মিথ বলেন, ‘‘খুব ভাল প্রশ্ন। আমরা পরিকল্পনা করেছি। ভারত এ বার খুব ভাল খেলছে। ওদের হারাতে পরিকল্পনা করতেই হবে। কিন্তু সেই পরিকল্পনা কতটা কাজে লাগবে জানি না। কারণ, ভারত আমাদের ভাল ভাবে জানে। ওরাও আমাদের শক্তি-দুর্বলতা জানে। ওরাও সেটা কাজে লাগানোর চেষ্টা করবে।’’ স্মিথের কথা থেকে পরিষ্কার, পরিকল্পনা করলেও তা কতটা কাজে লাগাতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর। স্মিথের মতে, ভারত হয়তো আগে থেকেই তাঁদের পরিকল্পনা বুঝে তার পাল্টা পরিকল্পনা তৈরি করে রাখবে।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলেছিল ভারত। সেই সিরিজ় জিতেছিল তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচেও ভারত-অস্ট্রেলিয়া খেলা হয়েছিল। সেই ম্যাচে শুরুতে কিছুটা চাপে পড়লেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাট ৬ উইকেটে জিতেছিলেন রোহিত শর্মারা।

Advertisement

চলতি বিশ্বকাপে ফাইনালের পথে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। অন্য দিকে প্রথম দুই ম্যাচে হারের পর টানা আটটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়াও। ভারতের প্রত্যেক ক্রিকেটার ফর্মে রয়েছেন। তাই তাদের সামনে কঠিন লড়াই অস্ট্রেলিয়ার। তবে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সহজে জেতা যাবে না। তাই আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন রোহিতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement