Saif Ali Khan Attacked

সিসি ক্যামেরায় সইফের বাড়ির ভিতর ঢুকতে দেখা যায়নি কাউকে, তবে কি দুষ্কৃতী ভিতরেরই কেউ

সইফের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকে দুপুর ২টো নাগাদ। কিন্তু ২টোর আগে অন্তত দু’ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও সইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১১:২৬
Share:

সইফ আলি খান। —ফাইল চিত্র।

আবাসন বা ফ্ল্যাটবাড়ির কেউই কি হামলা চালাল সইফ আলি খানের উপর? সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে মুম্বই পুলিশ। তবে এখনই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা।

Advertisement

সইফের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকে দুপুর ২টো নাগাদ। লুটপাটের উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে মনে করছে পুলিশ। কিন্তু ২টোর আগে অন্তত দু’ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও সইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ। তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মুম্বই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, হামলায় অভিযুক্ত সইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। তবে কী ভাবে এবং কখন সে সইফের বাড়িতে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এই পরিস্থিতিতে পুলিশের অনুমান, ভিতরের কেউই গোটা ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে কাজ করা তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের পাশাপাশি তাঁর বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।” মুম্বই পুলিশের এক আধিকারিক তদন্ত নিয়ে সবিস্তারে কিছু না জানালেও বলেন, “সইফ আলি খান আক্রান্ত হয়েছেন, এই খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। তদন্ত চলছে।”

অন্য দিকে, ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারিমম

মমতার টুইট।

সইফের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দেশের রাজনীতিবিদেরাও। টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement