UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল জিতলেও এমবাপের চোটে চিন্তা, জয় বায়ার্ন মিউনিখ, লিভারপুলের

চ্যাম্পিয়ন্স লিগে টানা দু’টি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা ৩-২ হারিয়েছে আটালান্টাকে। শীর্ষেই থাকল লিভারপুল। জিতেছে বায়ার্ন মিউনিখ, প্যারিস সঁ জরমঁ, বেয়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩
Share:

গোলের উল্লাস এমবাপের। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে টানা দু’টি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা ৩-২ হারিয়েছে আটালান্টাকে। তবে জয়ের দিনেও কিলিয়ান এমবাপের চোট চিন্তায় রাখল স্পেনের দলটিকে। জিরোনাকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে শীর্ষেই থাকল লিভারপুল। জিতেছে বায়ার্ন মিউনিখ, প্যারিস সঁ জরমঁ, বেয়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলাও। ৩৬ দলের পয়েন্ট তালিকায় ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল। ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আটালান্টা।

Advertisement

কুর্তোয়ার গোলকিপিং

ম্যাচের ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। তবে কিছু ক্ষণ পরেই চোটের কারণে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে সমতা ফেরান আটালান্টার চার্লস দে কেটেলায়েরে। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম রিয়ালের ব্যবধান আরও বাড়ান। একটি গোল শোধ করেন আদেমোলা লুকমান। তবে শেষের দিকে রিয়াল গোলকিপার কুর্তোয়া বেশ কিছু ভাল সেভ না করলে তিন পয়েন্ট পেত না রিয়াল। ম্যাচের পর এমবাপেকে নিয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, “এমবাপের কুঁচকিতে চোট লেগেছে। মনে হয় না সেটা গুরুতর। বিভিন্ন পরীক্ষার পর কাল (বুধবার) পুরোটা জানতে পারব।”

Advertisement

শীর্ষে লিভারপুল

ছ’টি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতল লিভারপুল। মঙ্গলবার তারা ১-০ হারিয়েছে জিরোনাকে। পেনাল্টি থেকে একমাত্র গোল মহম্মদ সালাহের। তবে প্রথমার্ধে জিরোনা বেশ ভাল খেলেছে।

বায়ার্নের পাঁচ গোল

অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বায়ার্ন। শাখতার ডোনেৎস্ককে তারা ৫-১ গোলে হারিয়েছে। কেভিনের গোলে এগিয়ে গিয়েছিল শাখতারই। কনরাড লেমার সমতা ফেরান। টমাস মুলার বায়ার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল মাইকেল ওলিসের। একটি গোল জামাল মুসিয়ালার।

চমক দিচ্ছে ভিলা

চ্যাম্পিয়ন্স লিগে চমক দিয়েই চলেছে অ্যাস্টন ভিলা। তারা ৩-২ হারিয়েছে আরবি লাইপজিগকে। দ্বিতীয়ার্ধে জন ডুরান এবং রস বার্কলি গোল করে নায়ক হয়ে গিয়েছেন। শুরুতে জন ম্যাকগিন ভিলাকে এগিয়ে দিলেও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের ভুলে সমতা ফেরান লোইস ওপেনডা। দ্বিতীয়ার্ধে ডুরানের গোলের পর বাউমগার্টনারের গোলে আবার সমতা ফেরায় লাইপজিগ। জয়সূচক গোল বার্কলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement