মানসিক সমস্যা প্রসঙ্গে পাশেই রোহিত। ফাইল ছবি
মানসিক স্বাস্থ্যের মতো বিষয়কে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকের সমস্যা আলাদা। তাই প্রত্যেকের সমাধানও আলাদা হবে। মানসিক সমস্যা নিয়ে বিরাট কোহলী মুখ খোলার পর সাংবাদিক বৈঠকে সেই নিয়ে কথা বললেন রোহিত শর্মা। জানালেন, দলের মধ্যে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেন তাঁরা।
এশিয়া কাপের আগে সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে তাঁর ক্রিকেট থেকে দূরে থাকার ব্যাখ্যা দেন কোহলী। তিনি বলেন, “১০ বছরে এই প্রথম বার আমি এক মাস ব্যাট ছুঁইনি। শরীর বলছিল থামতে। একটু পিছিয়ে যেতে। কিচ্ছু ভাল লাগত না। আমি এমনিতে মানসিক ভাবে খুব শক্ত। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। সেটা ছাড়িয়ে গেলে তার ফল খুব খারাপ হয়। তাই কখনও একটু থেমে যেতে হয়।”
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিত বলেছেন, “এই ব্যাপারে আমাদের অনেক কথা হয়। বিশেষত কোভিড শুরু হওয়ার পর থেকে শুধু বিরাট নয়, অনেক ক্রিকেটারেরই সমস্যা হয়েছে। জৈবদুর্গে থেকে, হোটেলের বাইরে যেতে না পারায় মানসিক ভাবে অনেক কঠিন সময় কাটিয়েছে ক্রিকেটাররা। এতে খারাপ কিছু নেই।”
রোহিত যোগ করেন, “কোভিডের আগে জীবন অন্য রকম ছিল। আচমকাই টানা দু’মাস জৈবদুর্গে থাকতে বলা হল, হোটেলের ঘরে বন্দির মতো নিভৃতবাসে জীবন কাটাতে বলা হল। প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা তৈরি হল। এটা হতেই পারে।”
রোহিত মনে করেন, এই কারণেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো উচিত। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর মতো শব্দ সে জন্যেই এতটা গুরুত্বপূর্ণ হয়েছে বলে মনে করেন তিনি। বলেছেন, “যদি দলের কোনও ক্রিকেটার এ বিষয়ে কথা বলে, আমরা সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনি। চেষ্টা করি কী ভাবে মানসিক এবং শারীরিক ভাবে তাকে তরতাজা রাখা যায়। দু’ভাবেই সুস্থ থাকা দরকার। মানসিক স্বাস্থ্য একটু বেশি গুরুত্বপূর্ণ।”