Travis head

Ashes 2021-22: করোনাকে হারিয়ে এ ভাবেও ফিরে আসা যায়, বুঝিয়ে দিলেন ট্রাভিস হেড

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন জো রুট। ইংল্যান্ডের বোলাররা তাঁর সেই সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণও করে দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৮:১৯
Share:

শতরানের পর ট্রাভিস হেড। ছবি: টুইটার থেকে

করোনার জন্য চতুর্থ টেস্টে খেলতে পারেননি ট্রাভিস হেড। শেষ টেস্টে ফিরে এসেই শতরান করলেন তিনি। ১২ রানে তিন উইকেট হারানো থেকে দলকে দিনের শেষে প্রায় ২৫০ রানের কাছে পৌঁছে দিলেন হেড। দিন-রাতের টেস্টে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৪১/৬।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন জো রুট। ইংল্যান্ডের বোলাররা তাঁর সেই সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণও করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার কোনও রানই করতে পারেননি। আগের ম্যাচে দুই ইনিংসেই শতরান করা উসমান খোয়াজা শুক্রবার মাত্র ৬ রান করে আউট হন। রান পাননি স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম লড়াইটা শুরু করেন মার্নাস লাবুশানে এবং হেড। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। লাবুশানেকে দুরন্ত বলে বোল্ড করেন ব্রড।

Advertisement

হেড ১১৩ বলে ১০১ রান করেন। দ্রুত রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। ১০৯ বলে ৭৪ রান করেন তিনি। কিন্তু দিনের শেষে বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে এই দুই ব্যাটারকেই ফিরিয়ে দিয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement