ছবি: টুইটার থেকে
করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এমন অবস্থায় কলকাতা পুলিশের তরফে বার বার মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। রাস্তায় নেমে তাঁরা যেমন প্রচার করছেন, তেমনই চলছে নেটমাধ্যমেও। এ বার সেই কাজে ব্যবহার করা হল ক্রিকেটকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজে একটি ছবি নজর কেড়েছিল। ছ’ফুট আট ইঞ্চির হতাশ কাইল জেমিসনের সামনে দাঁড়িয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন পাঁচ ফুট তিন ইঞ্চির মোমিনুল। বেশ কিছু মজার মিম তৈরি হয়েছিল সেই ছবি নিয়ে। কলকাতা পুলিশ সেই ছবি ব্যবহার করে জেমিসনকে ‘করোনার তৃতীয় ঢেউ’ বলে লিখেছে। অন্য দিকে মোমিনুলকে লেখা ‘মাস্ক ছাড়া রাস্তায় যারা’।
বড়দিন এবং নতুন বছরে পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভাবে তৎপর দেখা গিয়েছিল পুলিশকে। মাস্ক ছাড়া রাস্তায় বার হলে তাঁদের মাস্ক পরিয়ে দিচ্ছিল পুলিশ। এই করোনার সময় মাস্ক ছাড়া যাঁদের রাস্তায় দেখা যাচ্ছে, তাঁদের মমিনুলের মতো সাহসী বলেই মনে করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষ কি সচেতন হবে?