Hernan Fennell

টি২০-তে ডাবল হ্যাটট্রিক, নজির মেসির দেশের ক্রিকেটার হার্নান ফেনেলের

টি-টোয়েন্টি ফরম্যাটে নজির গড়লেন আর্জেন্টিনার বোলার হার্নান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলিক কোয়ালিফায়ারে ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন তিনি। নাম লিখিয়েছেন রশিদ খান এবং লাসিথ মালিঙ্গাদের দলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
Share:

আর্জেন্টিনার ক্রিকেটার হার্নান ফেনেল। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি ফরম্যাটে নজির গড়লেন আর্জেন্টিনার বোলার হার্নান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলিক কোয়ালিফায়ারে ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন তিনি। কেম্যান আইল্যান্ডসের বিরুদ্ধে বল করতে নেমে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নাম লিখিয়েছেন রশিদ খান এবং লাসিথ মালিঙ্গাদের দলে।

Advertisement

ক্রিকেটে পর পর চার বলে চার উইকেট নিলে তাঁকে ‘ডাবল হ্যাটট্রিক’ বলা হয়। সেটাই করেছেন ফেনেল। কেম্যান আইল্যান্ডের ইনিংসের শেষ ওভারে এই কৃতিত্ব অর্জন করেছেন। তৃতীয় বলে তিনি আউট করেন ট্রয় টেলরকে। ওভারে বাকি তিনটি বলে তুলে নেন অ্যালিস্টেয়ার ইফিল, রোনাল্ডো ইব্যাঙ্কস এবং আলেসান্দ্রো মরিসকে। কেম্যান আইল্যান্ড আউট হয়ে যায় ১১৬ রানে।

তবে ফেনেলের প্রচেষ্টা কাজে লাগেনি। আর্জেন্টিনা ৯৪ রানে শেষ হয়ে যায়। হেরেছে ২২ রানে। কনরয় তিনটি উইকেট নেন। দু’টি করে উইকেট রোমিয়ো ডুনকা এবং ইব্যাঙ্কসের।

Advertisement

টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন আফগানিস্তানের রশিদ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন। একই বছরে একই কাজ করে দেখান মালিঙ্গা, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ২০২১ সালে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন। এর পরে রয়েছেন জেসন হোল্ডার এবং ওয়াসিম ইয়াকুব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement