ভারতকে চাপে ফেলেও জয়ের ব্যাপারে আশাবাদী নয় অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স।
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন ভারতের ব্যাটিংকে ধসিয়ে দিয়ে মনেপ্রাণে তাদের দিয়ে ফলো-অন করাতে চাইছিল অস্ট্রেলিয়া। তা হয়নি আকাশ দীপের সৌজন্যে। ব্যাট হাতে বাংলার ক্রিকেটারের ৩১ বলে ২৭ রানের দাপটে ফলো-অন বাঁচিয়েছে ভারত। বুধবার টেস্টের পঞ্চম দিনে জয়ের আশা করছে না অস্ট্রেলিয়া। ম্যাচের শেষে সে কথা জানিয়েছেন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
মঙ্গলবার ২৩ বছর পর ভারতকে ফলো-অন করার স্বপ্ন দেখা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ২১৩ রানের মাথায় রবীন্দ্র জাডেজা ফেরার পর সেই স্বপ্নই প্রায় সত্যি হতে চলেছিল। তবে শেষ উইকেটে আকাশ এবং যশপ্রীত বুমরা ৩৯ রান যোগ করবেন তা ভাবতে পারেনি অস্ট্রেলিয়া।
দিনের শেষে হতাশ ভেট্টোরি বলেছেন, “ম্যাচটা জেতার একটাই উপায় ছিল, ভারতকে ফলো-অন করানো। শেষ উইকেট তুলে নেওয়ার জন্য ছেলেরা প্রবল চেষ্টা করেছে। জাডেজা আউট হওয়ার পর ভেবেছিলাম ফলো-অন করানোর দারুণ সুযোগ রয়েছে। তবে লড়াকু জুটির জন্য বুমরা এবং দীপের প্রশংসা প্রাপ্য।”
এ দিন বার বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার বিষয়টিকেও দুষেছেন ভেট্টোরি। তাঁর কথায়, “আবহাওয়ার কারণে যে ভাবে সময় কমতে থাকল সেটাও আমাদের বিপক্ষে গিয়েছে।”
বুধবার টেস্টের পঞ্চম দিন। ভারতের প্রথম ইনিংস এখনও শেষ হয়নি। ধরে নেওয়া যেতে পারে বুধবার প্রথম ঘণ্টাতেই তা শেষ হবে। তার পরে অস্ট্রেলিয়া খেলতে নামবে। ভারতের সামনে ন্যূনতম লক্ষ্যমাত্রা রাখতে চাইবেন প্যাট কামিন্সেরা। সে ক্ষেত্রে আরও কিছুটা সময় যাবে। তার পর দ্বিতীয় ইনিংসে ভারতের ১০ উইকেট ফেলতে হবে অস্ট্রেলিয়াকে। পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে চলেছে।
ভারতের ইনিংস কি তাঁকে অবাক করেছে? ভেট্টোরির উত্তর, “যে কোনও ব্যাটার যে কোনও দিন ক্রিজ়ে নেমে ভাল খেলে দিতে পারে। যদি ওদের গড় দেখেন তা হলে হয়তো ভাববেন ওরা কিছুই করতে পারবে না। তবে বুমরা অতীতেও প্রমাণ করেছে যে ও যেমন জুটি গড়তে পারে, তেমনই আগ্রাসন বা রক্ষণও করতে পারে। আকাশকে দেখে মনেই হয়নি ও ১১ নম্বরে খেলতে নেমেছে।”