ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ধাক্কা পাকিস্তানের, ম্যাচ করার ক্ষমতা হারাতে পারে একটি স্টেডিয়াম

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আনুষ্ঠানিক ভাবে এখনও প্রকাশিত হয়নি। তার আগে আবার ধাক্কা খেল পাকিস্তানের ক্রিকেট। ম্যাচ আয়োজনের দায়িত্ব হারাতে পারে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০
Share:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আনুষ্ঠানিক ভাবে সূচি এখনও প্রকাশিত হয়নি। তার আগে আবার ধাক্কা খেল পাকিস্তান। শোনা যাচ্ছে, ম্যাচ আয়োজনের দায়িত্ব হারাতে পারে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।

Advertisement

সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি যে ‘হাইব্রিড মডেলে’ হবে, তা নিশ্চিত। অর্থাৎ ভারত তাদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে। যদি ফাইনালে ওঠে সেটিও দুবাইয়ে হবে। তার বদলে আগামী তিন বছর পাকিস্তান আইসিসি-র আয়োজিত কোনও প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না। এটিকে ‘ফিউশন ফর্মুলা’ বলা হচ্ছে।

রাওয়ালপিন্ডি ছাড়াও পাকিস্তানের করাচি এবং লাহোর, এই তিনটি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। যে হেতু এখন দুবাইয়েও ম্যাচ হবে, তাই বাড়তি একটি স্টেডিয়ামে ম্যাচ করতে গেলে সম্প্রচারকারীদের খরচ বাড়বে। যাতায়াতও একটা সমস্যা। তাই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে করাচি, লাহোর এবং দুবাইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।

Advertisement

পাকিস্তানের কাছে এটি ধাক্কা। কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তুলতে ইতিমধ্যেই প্রচুর অর্থ খরচ করে ফেলেছে তারা। স্টেডিয়ামের কাজও শেষ পথে। কিছু দিন আগেই আইসিসি এবং পিসিবি-র কর্তারা স্টেডিয়াম ঘুরে দেখে গিয়েছেন। এখন ম্যাচ বাতিল করা হলে স্থানীয় সমর্থকেরাও খেলা দেখা থেকে বঞ্চিত হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement