BGT 2024-25

রোহিতদের আর ৩৬ রানে শেষ করা যাবে না, বুঝে গিয়েছে অস্ট্রেলিয়া, জানালেন অসি কিপার

গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই ঘটনা এ বার ঘটবে না। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স ক্যারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে শেষ হয়ে গিয়েছিল ইনিংস। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই ঘটনা এ বার ঘটবে না। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স ক্যারে।

Advertisement

শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু দিন-রাতের টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ক্যারে জানিয়েছেন, গত বার যা হয়েছিল তা বার বার হয় না। তিনি বলেন, “ক্রিকেটে এক দিনই এই ধরনের ঘটনা ঘটে। বার বার তা হয় না। আমরা জানি, এ বার আর ভারতকে ৩৬ রানে অল আউট করা যাবে না। তাই আমরা গত বারের ফল নিয়ে কিছু ভাবছি না।”

দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভাল। দেশের মাটিতে একটি গোলাপি বলের টেস্টও হারেনি তারা। সেই আত্মবিশ্বাস এ বারও তারা কাজে লাগাতে চায়। ক্যারে বলেন, “আমরা গোলাপি বলের টেস্টে এখনও হারিনি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। আমরা সিরিজ়ে ফিরতে চাই। অ্যাডিলেডেই সেটা করতে চাই। আমাদের পরিকল্পনা তৈরি। সেটা মাঠে নেমে কাজে লাগাতে হবে।”

Advertisement

পার্‌থে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন যশপ্রীত বুমরা। অ্যাডিলেডে যাতে তা না হয় সে দিকে বাড়তি নজর দিয়েছে অস্ট্রেলিয়া। সে কথা জানিয়েছেন ক্যারে। তিনি বলেন, “বুমরা দুর্দান্ত বোলার। কিন্তু আমরাও তৈরি। ওর বোলিংয়ের বিরুদ্ধে নতুন বলে কী ভাবে খেলতে হবে সেই পরিকল্পনা করেছি। আমাদের ব্যাটারেরাও ওকে জবাব দেওয়ার জন্য তৈরি। পার্‌থে যা হয়েছে তা অ্যাডিলেডে হবে না।”

ভারত ও অস্ট্রেলিয়া, দু’দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে। ভারত এখন শীর্ষে। অস্ট্রেলিয়া তিন নম্বরে। কিন্তু বাকি চার টেস্টে ছবি বদলে যেতে পারে। দু’দলই তা জানে। সেই কারণে অ্যাডিলেড টেস্ট খুব গুরুত্বপূর্ণ। ভারত যদি জিততে পারে তা হলে টেস্ট বিশ্বকাপের ফাইনালের পথে আরও এক পা এগিয়ে যাবে। পাশাপাশি অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিতে পারবেন রোহিত শর্মারা। সেটা যাতে না হয় সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement