Gangasagar

গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ থেকে সরকারি বাস এবং ট্রেনের পরিষেবা

সাগর দ্বীপে ভেসেল এবং বাস পরিষেবা মসৃণ করতে রাজ্য পরিবহণ দফতর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৮:৪৬
Share:

বাবুঘাটের ট্রানজ়িট ক্যাম্পে পুণ্যার্থীরা। বুধবার। ছবি: স্বাতী চক্রবর্তী।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ, বৃহস্পতিবার থেকে সরকারি বাস এবং লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উট্রাম ঘাট থেকে মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন।

Advertisement

সাগর দ্বীপে ভেসেল এবং বাস পরিষেবা মসৃণ করতে রাজ্য পরিবহণ দফতর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিচ্ছে। মেলাকে কেন্দ্র করে সাগর এলাকায় একাধিক জেটি এবং ঘাট সংস্কার করা হয়েছে। এ ছাড়াও বাস এবং বিভিন্ন যানের পারাপারের জন্য তিনটি রোরো বার্জ গঙ্গাসাগর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

কলকাতায় গঙ্গাসাগরগামী যাত্রীদের জন্য বাবুঘাট এবং হাওড়া স্টেশন থেকে বিশেষ বাস পরিষেবা থাকবে। সকাল থেকে ওই সব বাস বাবুঘাট এবং লট ৮-এর মধ্যে চলাচল করবে। রাজ্য পরিবহণ নিগম, কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং ট্রাম কোম্পানি মিলে ৩১০টি সরকারি বাস বিশেষ পরিষেবা দেবে। এ দিন থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রায় ১৭৫০ ট্রিপ সরকারি বাস চালানো হবে বলে রাজ্য পরিবহণ নিগম সূত্রের খবর।

Advertisement

মেলা উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন নামখানা এবং কাকদ্বীপ পর্যন্ত লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা চালু
রাখবে। শিয়ালদহ-নামখানা শাখার দৈনিক ৮৫টি ট্রেন ছাড়াও মেলা উপলক্ষে আরও ১৭টি অতিরিক্ত ট্রেন চলবে। যার মধ্যে নামখানা শাখার তিনটি ট্রেনকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। বৃহস্পতিবার
এই খবর জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। এ ছাড়া, কলকাতা স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় বিশেষ ট্রেন ছেড়ে প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট হয়ে রাত ১টা ৫ মিনিটে নামখানা যাবে।মেলা উপলক্ষে ১৩-১৬ জানুয়ারির মধ্যে সর্বাধিক বিশেষ ট্রেন চলবে।

গঙ্গাসাগরগামী যাত্রীদের জন্য শিয়ালদহ, প্রিন্সেপ ঘাট, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে দিন-রাতের সুরক্ষার বিশেষ
ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার। ওই সব স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার, আলো, পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ঘোষণার ব্যবস্থা থাকবে।

মেলার দিনগুলিতে শিয়ালদহ স্টেশনের ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেন ছাড়বে। পৌষ সংক্রান্তির দিন চক্ররেলের পরিষেবা স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বাড়তি রক্ষী মোতায়েন করবে রেল। একই সঙ্গে ওই অংশে ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement