ম্যাগনাস কার্লসেন। —ফাইল চিত্র।
বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের জিন্স-কাণ্ডের পর সুর নরম ফিডে সংস্থার। এখন থেকে প্রতিযোগিতায় জিন্স পরতে বাধা নেই প্রতিযোগীদের। তবে রং মিলিয়ে পরতে হবে জিন্স। তবেই খেলার অনুমতি দেবে ফিডে।
নরওয়ের দাবাড়ু র্যাপিডের নবম রাউন্ডে খেলতে গিয়েছিলেন জিন্স পরে। কিন্তু ফিডের নিয়ম অনুযায়ী জিন্স পরে কোনও প্রতিযোগী খেলতে পারবেন না। কার্লসেনকে ২০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,১০০ টাকা) জরিমানা করা হয়েছিল। প্রতিযোগিতার আরবিটার (দাবায় যিনি আম্পায়ারের ভূমিকা পালন করেন।) অ্যালেক্স হোলোকজ্যাক জানিয়েছিলেন, কার্লসেন বার বার এই ভুল করেছেন। শাস্তি পাওয়ার পর কার্লসেন ব্লিৎজ় বিভাগে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। পরে যদিও তিনি অংশ নেন।
বিশ্ব দাবা সংস্থার প্রধান আর্কাডি ভরকোভিচ বলেন, “ফিডে আধিকারিকেরা প্রতিযোগীদের পোশাকের ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তা নিয়ে আর একটু নমনীয় হতে বলব। পোশাকের নিয়ম মানতেই হবে। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে যদি জ্যাকেট এবং জিন্সের রং একই রকমের হয় তা হলে খেলার অনুমতি দেওয়া যেতে পারে।”
যদিও তার মাঝেই বিতর্ক আরও বাড়িয়েছেন কার্লসেন। তিনি নিশানা করেছেন বিশ্বনাথন আনন্দকে। তিনি ফিডের সহ-সভাপতি। কার্লসেন বলেন, “আমি জানতাম না যে কোনও নিয়ম ভেঙেছি। আনন্দও জানত না, অতীতে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে কি না। ওর সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে। কিন্তু আরবিটারের সিদ্ধান্ত নিয়ে ও কোনও কথা বলতে পারেনি। তার মানে, আনন্দ এই কাজের যোগ্য নয়। সেটাই আমার মনে হয়েছে।” কার্লসেনের মনে হয়েছে, সভাপতির সঙ্গে কথা না বলেই একতরফা জরিমানার সিদ্ধান্ত নিয়েছিলেন আনন্দ। কার্লসেন বলেন, “আমি তো বিমানের টিকিটও কেটে ফেলেছিলাম। তার পরে বাবা বলল, ভরকোভিচের সঙ্গে কথা বলতে। ওর সঙ্গে কথা বলার পরেই সমস্যা মিটে গেল। আমার মনে হয়েছে, ভরকোভিচ এই বিষয়ে কিছু জানত না। নইলে এতটা সমস্যা হত না।”