চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।
শুধু এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই খেলা হবে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা দিয়েছে।
বৃহস্পতিবার আইসিসি-র একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারে। কিন্তু আইসিসি-র কর্তা পিটিআই-কে বলেছেন, “সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটাই সকলের জন্য ভাল হল।”
আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। পাকিস্তানে প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু তারা নিজেদের দাবি থেকে পিছিয়ে এসে হাইব্রিড মডেল মেনে নিচ্ছে। কিন্তু ২০৩১ সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল পিসিবি। কিন্তু সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে। এই সময়ের মধ্যে ভারত মেয়েদের এক দিনের বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এই নিয়ম মেনে ওই দু’টি প্রতিযোগিতায় পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসাবে রয়েছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলি সে দেশে দেওয়া হতে পারে। মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তান অন্য কোনও নিরপেক্ষ দেশে ম্যাচগুলি খেলবে।
প্রতিযোগিতা শুরুর অন্তত ৯০ দিন আগে সূচি ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। শনিবার যদি বৈঠক হয় সেখানে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর থাকবে। সেই সঙ্গে সূচি ঘোষণা করা হয় কি না তাই নিয়েও আগ্রহ থাকবে।