বেন স্টোকস। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ঠান্ডা লড়াইয়ে নেমেছেন বেন স্টোকস। ইংরেজ অধিনায়ক ২০২৩ সাল থেকে ওভার-রেটের কাগজে সই করছেন না। আইসিসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি সই করতে রাজি হচ্ছেন না। বুধবার সেই বিষয়ে মুখ খুলেছেন স্টোকস।
শুক্রবার থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট। তার আগে স্টোকস সাংবাদিক বৈঠকে বলেন, “দুটো দলের জন্যই এই ওভার রেট খুব বিরক্তিকর। বিশেষ করে যখন ম্যাচ আগে শেষ হয়ে গিয়েছে এবং ম্যাচের ফলাফল হয়েছে। গত বছর অ্যাশেজের সময় আমি এই বিষয়টা নিয়ে বলি ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের। আর ওভার রেটের বিষয়টা আরও বিরক্তিকর কারণ কোথায় খেলা হচ্ছে তার উপর এটা নির্ভর করে। এশিয়ায় খেলা হলে কখনও অসুবিধা হয় না, কারণ সেখানে স্পিনারেরা বেশি ওভার বল করে।”
মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট কাটা যাওয়ায় সমস্যায় পড়েছে ইংল্যান্ড। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ায় ফাইনালে ওঠার লড়াই থেকে পিছিয়ে পড়েছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা থেকে ২২ পয়েন্ট কাটা গিয়েছে ইংল্যান্ডের। যে পয়েন্ট পেলে চতুর্থ স্থানে থাকতে পারত তারা। ৫১.৬৬ শতাংশ পয়েন্ট পেত ইংল্যান্ড। হয়তো ফাইনালে ওঠার লড়াইয়েও থাকতে পারত।
এক বছর আগে আইসিসি-কে এই বিষয়ে বলেছিলেন স্টোকস। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাননি। স্টোকস বলেন, “মন্থর ওভার রেট নিয়ে এক বছর হয়ে গেল আমি বলেছি। কিন্তু এখনও পর্যন্ত আইসিসি কোনও উত্তর দেয়নি। আইসিসি-র কেউ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।”