ছবি: পিটিআই
কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে দলগত বিভাগে পদক নিশ্চিত হয়ে গেল ভারতের। সোমবার সেমিফাইনালে পি ভি সিন্ধুর নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে হারিয়ে দিল সিঙ্গাপুরকে। রুপো নিশ্চিত তাদের। ফাইনালে সিন্ধুরা খেলবেন মালয়েশিয়ার বিপক্ষে।
গোল্ড কোস্টে গত কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধুরা। এ বারও সোনার লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা। এ দিনের সেরা জয় লক্ষ্য সেনের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী লক্ষ্য নেমেছিলেন সিঙ্গাপুরের সেরা খেলোয়াড় লো কিয়ান ইউয়ের বিরুদ্ধে। মাথা ঠান্ডা রেখে বিশ্বের ন’নম্বর কিউকে ২১-১৮, ২১-১৫ গেমে হারিয়ে দেন লক্ষ্য।
এ দিন প্রথমে খেলতে নামে ভারতের পুরুষ ডাবলস দল। চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডিকে জিততে কষ্ট করতে হয়নি। ২১-১১, ২১-১২ গেমে তাঁরা হারিয়ে দেন ইয়ং কাই টেরি এবং অ্যান্ডি জুনের জুটিকে। দ্বিতীয় ম্যাচে সিন্ধু নেমেছিলেন জিয়া মিন ইয়োর বিরুদ্ধে। ভারতীয় খেলোয়াড় জেতেন ২১-১১, ২১-১২ গেমে।
প্রথম তিনটি ম্যাচেই জিতে যাওয়ায় বাকি দু’টি ম্যাচ খেলার দরকার পড়েনি। মঙ্গলবার মালয়েশিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন সিন্ধুরা। এখন দেখার, গত বারের সাফল্য এ বারেও আসে কি না।