এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
চুরির অভিযোগে এক দলিত প্রৌঢ়কে রাস্তার ধারে খুঁটিতে বেঁধে পিটিয়ে মেরে ফেলল উন্মত্ত জনতা। রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রায়গড় জেলায়। ওই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চক্রধর নগর থানা এলাকার দুমারপালি গ্রামে ঘটনাটি ঘটে রবিবার সকালে। ৫০ বছরের পঞ্চরাম সারথি নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে পাকড়াও করেন স্থানীয়েরা। অভিযোগ, তিনি এক গৃহস্থের বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করেছিলেন। প্রথমে তাঁকে চড়-থাপ্পড় মারেন গ্রামবাসীরা। তার পর টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে তাঁকে একটি খুঁটিতে বাঁধা হয়। শুরু হয় শারীরিক নির্যাতন। মারের চোটে ওই ব্যক্তি মারা যাওয়ার অনেক পরে পুলিশের কাছে খবর পৌঁছোয়। তার পর ঘটনাস্থলে যায় তারা।
সোমবার বিলাসপুর রেঞ্জের আইজিপি সঞ্জীব শুক্লা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে চক্রধর নগর থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। মূল অভিযুক্ত বীরেন্দ্র সিংহ সিদার, অজয় প্রধান এবং অশোক প্রধানকে আদালতে হাজির করানো হবে। গণপিটুনিতে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।