Malaika Arora

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জের! ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে রাখুন’, বললেন মালাইকা

নিজেদের আবাসনের ক্লাবহাউসে একটি ছোট উদ্‌যাপনের আয়োজন করেছিলেন দীপিকা-রণবীর। সেখানেই কয়েকজন ছবিশিকারিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরেই কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মন্তব্য। ছবি: সংগৃহীত।

চলতি বছরেই সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। সম্পর্কের অবস্থান নিয়ে অবশ্য স্পষ্ট করে মুখ খোলেননি কেউই। তবে সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে পরামর্শ দিলেন মালাইকা। দীর্ঘ দিন আরবাজ় খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। সেই সময় তিনি ছিলেন মালাইকা অরোরা খান। ২০১৬ সালে বিচ্ছেদের পর থেকে তিনি শুধুই মালাইকা অরোরা।

Advertisement

বিয়ে হলেও, দাম্পত্যে কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা উচিত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক অথবা পদবী, এগুলি ভিন্ন থাকাই ভাল। বিশেষ করে মহিলাদের বিয়ের পরে নিজেদের পরিচিতি বজায় রাখা উচিত, মত মালাইকার। অভিনেত্রী তথা মডেলের পরামর্শ, “সব কিছু স্বাধীন রাখো। যা তোমার, তা তোমারই থাকুক। যা আমার, তা আমারই থাকুক। এমনই হোক সম্পর্ক। বিয়ের পরে দু’জনের পরিচিতি মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দুটো মানুষকে এক করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু আমার মনে হয় নিজের পরিচিতি বাঁচিয়ে রাখা খুবই দরকার।”

মালাইকা আরও যোগ করেন, “দু’জনে একসঙ্গে সবটা ভাগ করে নিচ্ছেন, ভাল কথা। কিন্তু তার মানে এই নয়, নিজের পরিচিতি বিসর্জন দিয়ে দিতে হবে। আপনি অন্য একজনের পদবী নিচ্ছেন। কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন!”

Advertisement

বার বার চর্চায় মালাইকার ব্যক্তিগত জীবন। ২০১৬ সালে আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। তার পরেই অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা। দীর্ঘ পাঁচ বছরের বেশি একসঙ্গে ছিলেন তাঁরা। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ মনে করা হত তাঁদের। কিন্তু চলতি বছরে তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement