ব্রাইট এনোবাখারে ফাইল চিত্র
ইংল্যাণ্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কভেন্ট্রি সিটি এফসি-তে যোগ দিলেন ব্রাইট এনোবাখারে। গত মরসুমে এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন ব্রাইট। এ মরসুমের শুরু থেকেই তাঁকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতের কিছু ক্লাবের সঙ্গে কথাও হয়েছিল তাঁর।
বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় সমস্যা তৈরি হয় ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে। চূড়ান্ত চুক্তি সই না হলে মাঠে দলই নামাবে না এসসি ইস্টবেঙ্গল। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শ্রী সিমেন্টের পক্ষ থেকে। সেই কারণে লাল-হলুদের কলকাতা লিগ খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
চুক্তি নবীকরনের জন্য অনেকদিন অপেক্ষা করলেও নতুন করে কোনও চুক্তি না হওয়ায় ইস্টবেঙ্গল ছেড়ে ইংল্যাণ্ডের ক্লাবেই সই করলেন ব্রাইট।
এর আগে ইংল্যান্ডের উলফস, উইগ্যান দলে খেলেছেন এই স্ট্রাইকার। গত মরসুমে ১২ ম্যাচে ৩টি গোল করেছেন ব্রাইট। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর করা গোল চমকে দিয়েছিল সকলকে।
ব্রাইট এনবাখারে টুইটার