Brazil

ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হল শাপেকোয়েন্সে

২০১৬ সালের বিমান দুর্ঘটনায় মোট ৭১ জন প্রয়াত হন। তিন ফুটবলারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

Advertisement

সংবাদ সংস্থা

রিয়ো ডি জেনেইরো শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৪৫
Share:

ট্রফি নিয়ে উচ্ছ্বাস শাপেকোয়েন্সের। ছবি টুইটার

ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল শাপেকোয়েন্সে। গোল পার্থক্যের বিচারে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৬ সালেই কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এই ক্লাবের ১৯ জন ফুটবলার প্রয়াত হয়েছিলেন। তার চার বছর পরই চ্যাম্পিয়ন হল তারা।

Advertisement

২০১৬ সালের এই বিমান দুর্ঘটনায় মোট ৭১ জন প্রয়াত হন। তিন ফুটবলারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ২০১৯ সালে প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায় শাপেকোয়েন্সে। তবে এবার শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হল তারা।

সেই দুর্ঘটনায় নিজের জীবন বাঁচাতে পারা শাপেকোয়েন্সে ফুটবলার নেতো বলেন, ‘‘আমি জানি না এই দলে থাকব কি না। তবে আমি এই ছবি সারাজীবন আমার কাছে রেখে দেব। যেমনটা আমি রেখেছিলাম ২০১৬ সালেও।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘অনেকেই ভেবেছিলেন ক্লাবটা বোধহয় বন্ধ হয়ে যাবে। আমি এই জয় প্রয়াত সকল ফুটবলারের পরিবারকে উৎসর্গ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement