Novak Djokovic

তিন বুড়োর দাপট কি শেষ? উত্তর দিলেন এক বুড়ো নোভাক জোকোভিচ

প্রত্যেকেরই বয়স হচ্ছে। উঠে আসছেন নতুন খেলোয়াড়রা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৬:৩৩
Share:

ফেডেরার, নাদাল এবং জোকোভিচ।

টেনিসবিশ্বে তাঁরা পরিচিত ‘বিগ থ্রি’ নামে। তাঁরা, অর্থাৎ রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। সার্কিটে দীর্ঘদিন ধরে দাপট দেখাচ্ছেন এঁরা। কিন্তু প্রত্যেকেরই বয়স হচ্ছে। উঠে আসছেন নতুন খেলোয়াড়রা। টেনিসে ‘বিগ থ্রি’-র দাপট কি তাহলে শেষ হতে চলল? উত্তর দিলেন জোকোভিচ।

Advertisement

রোম মাস্টার্সের হয়ে ফাইনালে উঠেছেন জোকোভিচ। তাঁর প্রতিপক্ষ নাদাল। দীর্ঘদিন পরে ফের দুই খেলোয়াড়ের দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব। সাম্প্রতিককালে ড্যানিল মেদভেদেভ, আলেকজান্ডার জেরেভ, স্টেফানোস চিচিপাসের মতো খেলোয়াড়রা উঠে এলেও এই ত্রয়ীর জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেননি।

সেই দেখেই জোকোভিচ বলেছেন, “চিচিপাসের বিরুদ্ধে জেতার পর লকার রুমে আজ রাফার সঙ্গে কিছুক্ষণ হেসে নিলাম। একে অপরকে মজা করে বলছিলাম, বুড়ো খেলোয়াড়রা কিন্তু এখনও হাল ছাড়ছে না। মনে আছে কিছুদিন আগে রাফা বলেছিল আমার, রজার আর ওর নাকি বয়স হয়ে গিয়েছে। আমি মানতে পারছি না। মনে হয় আমাদের মধ্যে একটা অন্য ধরনের শক্তি এসে গিয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement