Serie A

গোল পেলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল জুভেন্তাস

ইতিমধ্যেই অবশ্য সিরি আ জিতে গিয়েছে ইন্টার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৪:৫৯
Share:

গোলের পর রোনাল্ডো। ছবি রয়টার্স

ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল জুভেন্তাস। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ইতিমধ্যেই অবশ্য সিরি আ জিতে গিয়েছে ইন্টার। তবে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেল।

Advertisement

২৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় জুভেন্তাস। রোনাল্ডোর শট গোলকিপার বাঁচিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান পর্তুগিজ ফুটবলার। সিরি আ-তে ২৯তম গোল হল তাঁর। তবে কিছুক্ষণ পরেই ইন্টারের হয়ে সমতা ফেরান রোমেলু লুকাকু। তিনিও পেনাল্টি থেকেই গোল শোধ করেন।

বিরতির কিছু আগে জুয়ান কুয়াদ্রাদো এগিয়ে দেন জুভেন্তাসকে। তবে দ্বিতীয়ার্ধে গোটা সময়টাই দশ জনে খেলতে হয়েছে জুভেন্তাসকে। লুকাকুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রডরিগো বেনতাঙ্কুর। খেলার ৭ মিনিট আগে আত্মঘাতী গোল করেন জর্জিও কিয়েলিনি। তবে কুয়াদ্রাদোর পেনাল্টিতে তিন পয়েন্ট নিশ্চিত হয় জুভেন্তাসের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement