Cricket

কোহালি-স্মিথদের খুব কাছাকাছি থাকবে বাবর আজম, বলছেন মিসবা

বাবর আজমের মতো পারফরমার দলে থাকলে, বাকিরাও অনুপ্রাণিত  হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৫ মে ২০২০ ১৭:৩১
Share:

বাবর আজমকে পাকিস্তানের ওয়ানডে দলের ক্যাপ্টেন করা হয়েছে।

বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার মশলা রয়েছে বাবর আজমের মধ্যে। প্রতিভার দিক থেকে বাবর আজম খুব একটা পিছিয়ে নেই বিরাট কোহালি, স্টিভ স্মিথদের থেকে। পাকিস্তানের হেড কোচ ও মুখ্য নির্বাচক মিসবা উল হক এমনটাই জানাচ্ছেন।

Advertisement

তিনি বলছেন, ‘‘আমি তুলনায় বিশ্বাসী নই। তবে বিরাট কোহালি, স্টিভ স্মিথ, জো রুটের প্রায় কাছাকাছি বাবর আজম। তবে কোহালিকে ছাপিয়ে যেতে হলে স্কিল, ফিটনেস নিয়ে আরও খাটতে হবে।’’

সম্প্রতি বাবর আজমকে পাকিস্তানের ওয়ানডে দলের ক্যাপ্টেন করা হয়েছে। আগেই তিনি টি টোয়েন্টি দলের নেতা ছিলেন। মিসবা বলছেন, ‘‘বাবর আজমকে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন বানিয়ে পরীক্ষা করা হয়েছিল। আমরা দেখতে চেয়েছিলাম এই চ্যালেঞ্জটা ও কীভাবে গ্রহণ করে। আমরা সবাই একমত বাবর আজম দারুণ পারফরম্যান্স দিয়েছে। আর ওর সব চেয়ে প্লাস পয়েন্ট হল, বাবর আজম বিশ্বের সেরা ক্রিকেটারদের অন্যতম। ফলে ও দৃষ্টান্ত তৈরি করতে পারবে।’’

Advertisement

আরও পড়ুন: ভারতীয় হকির কিংবদন্তি বলবীর সিংহ প্রয়াত​

মিসবার মতে, বাবর আজমের মতো পারফরমার দলে থাকলে, বাকিরাও অনুপ্রাণিত হবেন। মিসবা বলছেন, ‘‘২০১০ সালে আমি যখন ক্যাপ্টেন হয়েছিলাম, তখন আমার পারফরম্যান্স ভাল ছিল না। উত্থান-পতন ছিল। কিন্তু নেতৃত্ব আমাকে বদলে দেয়। আরও পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ এক ক্রিকেটার হয়ে উঠি। তেমনই বাবর আজম শুধুমাত্র অর্থ রোজগারের জন্য খেলে না। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পর্যায়ের পারফরমার হতে চায় বাবর আজম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement