Sumit Nagal

অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরুতেই ছিটকে গেলেন সুমিত নাগাল

অঘটন ঘটেছে মহিলাদের সিঙ্গলসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৭
Share:

প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সুমিত। ফাইল চিত্র

পারলেন না সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন এই ভারতীয়। লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসের কাছে হারলেন ২-৬, ৫-৭, ৩-৬ গেমে। সুমিত ২ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে উড়ে যান।

Advertisement

অঘটন ঘটেছে মহিলাদের সিঙ্গলসে। দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন দ্বাদশ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা স্ট্রেট সেটে ৫-৭, ৪-৬ গমে হেরে যান অবাছাই আমেরিকার জেসিকা পেগুলার কাছে। বাকি বাছাইরা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ৭-৫, ৬-৪ গেমে হারান ম্যাডিসন ইংলিসের কাছে। পঞ্চম বাছাই এলিনা শিতোলিনা ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারান মারি বউজকোভাকে। শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন মন্টিনেগ্রোর ডাঙ্কা কোভিনিচকে।

পুরুষদের সিঙ্গলসে এগোলেন রাফায়েল নাদাল, দানিল মে়ডভেডেভ, মাতেয়ো বেরেতিনি। দ্বিতীয় বাছাই নাদাল ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারান লাসলো দিয়েরেকে। চতুর্থ বাছাই মেডভেডেভ ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারান ভাসেক পসপিসিলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement