BCCI

৭২! সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন বিরাট কোহালি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করার পর এই নজির গড়লেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪২
Share:

সৌরভকে ছুঁলেন বিরাট ছবি টুইটার

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি অর্ধ শতরান বা তার বেশি রান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁয়ে ফেললেন বিরাট কোহালি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করার পর এই নজির গড়লেন তিনি। প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়ক দুজনেই টেস্ট ক্রিকেটে ৫১ বার অর্ধ শতরান বা তার বেশি রান করেছেন। এই তালিকায় সবার আগে আছেন সচিন তেন্ডুলকর। ১১৯ বার অর্ধ শতরান বা তার বেশি রান করেছেন।

Advertisement

তালিকায় দ্বিতীয় রাহুল দ্রাবিড়। ৯৯ বার অর্ধ শতরান বা তার বেশি রান করেছেন। তালিকায় আছেন সুনীল গাওস্কর ৭৯ বার, ভিভিএস লক্ষণ করেছেন ৭৩ বার। বীরেন্দ্র সহবাগ করেছেন ৫৪ বার ও দিলীপ বেঙ্গসরকর ৫২ বার। তারপরই রয়েছেন কোহালি এবং সৌরভ।

৭২ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। ২২৭ রানে প্রথম টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement