Malda Murder

ভাড়া দেবেন না কেন? প্রশ্ন করায় টোটোচালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ‘খুন’ দুই যাত্রীর! মালদহে চাঞ্চল্য

ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে টোটোচালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মালদহে। মঙ্গলবার রাতে মালদহের ইংরেজবাজার থানার অন্তর্গত বেলবাড়ি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৭
Share:

—প্রতীকী চিত্র।

ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে টোটোচালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মালদহে। মঙ্গলবার রাতে মালদহের ইংরেজবাজার থানার অন্তর্গত বেলবাড়ি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত টোটোচালকের নাম কাজল ঘোষ। তাঁর বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শ্যামল মণ্ডল এবং বিমল মণ্ডল নামে দুই যাত্রীকে বেলবাড়ি ঘাটে নামিয়েছিলেন কাজল। অভিযোগ, টোটো থেকে নেমে দু’জন ভাড়া না দিয়ে চলে যাচ্ছিলেন। কাজল ভাড়া চাওয়ায় দু’জন জানান, তাঁরা ভাড়া দেবেন না। এ নিয়ে কাজলের সঙ্গে দু’জনের বচসা বাধে। সেই সময়েই কাজলের উপর হামলা চালান দু’জন। ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন তাঁর শরীরে।

স্থানীয়দের দাবি, শ্যামল, বিমল দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পরেই তাঁরা সেখান থেকে পালান। স্থানীয়েরাই কাজলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শ্যামল এবং বিমল-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement