পাঁচ ফুটবলারকে সই করাতে পারে এসসি ইস্টবেঙ্গল। ফাইল ছবি
দল গঠনের শেষ লগ্নে চমক দিতে পারে এসসি ইস্টবেঙ্গল। তাদের নজরে রয়েছেন পাঁচ ফুটবলার।
এটিকে মোহনবাগান থেকে লাল-হলুদে যোগ দিতে পারেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। গত মরসুমে এটিকে মোহনবাগানের গোলপোস্টের নিচে ভাল খেলেছিলেন অরিন্দম। তবে এবার মুম্বই সিটি এফসি থেকে অমরেন্দ্র সিংহকে নিয়ে এসেছেন কোচ অন্তোনিয়ো লোপেজ হাবাস। এএফসি কাপেও তাঁকেই খেলিয়েছেন সবুজ-মেরুন কোচ।
আইএসএল-এ এটিকে মোহনবাগান দলে নিজের জায়গা পাকা হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন বাংলার এই গোলরক্ষক। এসসি ইস্টবেঙ্গলেও গোলরক্ষকের অভাব রয়েছে। শঙ্কর রায় দলে থাকলেও আইএসএল-এ খেলার অভিজ্ঞতা সে ভাবে নেই। গত মরসুমে কিছু ম্যাচ খেললেও নির্ভরতা দিতে পারেননি। সেই কারণেই দলে আসতে পারেন অরিন্দম।
শোনা যাচ্ছে, কেরল ব্লাস্টার্স থেকে স্ট্রাইকার শুভ ঘোষকেও দলে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের নজরে রয়েছেন মিডফিল্ডার রোমারিও জেসুরাজও। এফসি গোয়া থেকে তাঁকে দলে নিতে পারে এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার সেরিনিও ফার্নান্ডেজকে সই করাতে চাইছে লাল-হলুদ।