দায়িত্ব নেওয়ার সময় নেই বলে জানালেন ভাইচুং। —ফাইল চিত্র
আইএসএল-এ খেলতে বাধা নেই এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু এখনও দল গুছিয়ে উঠতে পারেনি লাল-হলুদ। হাতে খুব বেশি সময়ও নেই। এমন অবস্থায় ভাইচুং ভুটিয়াদের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা গিয়েছিল নেটমাধ্যমে। তবে সেই দায়িত্ব নেওয়ার সময় নেই বলে জানালেন ভাইচুং।
শুক্রবার নেটমাধ্যমে দাবি করা হয় ইস্টবেঙ্গলের দলগঠনের দায়িত্ব দেওয়া হবে শ্রেনীক শেঠ, ভাইচুং ভুটিয়া এবং রেনেডি সিংহকে। সেই স্ক্রিনশট পোস্ট করে ভাইচুং লেখেন, ‘এই মাত্র দেখলাম খবরটা। খুব ভাল লাগত কাজটা করতে পারলে। কিন্তু ইস্টবেঙ্গলের দলগঠনের জন্য যে সময় প্রয়োজন, তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ক্লাবের কাছে অনুরোধ, মনোরঞ্জন ভট্টাচার্য এবং তরুণ দে-কে দলগঠনের দায়িত্ব দেওয়া হোক।’
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে যদিও ভাইচুংদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়নি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে ৩১ অগস্ট। তার আগে আইএসএল-এর জন্য দল গুছিয়ে নেওয়া খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। এখন দেখার শেষ মুহূর্তে লাল-হলুদ কোনও চমক দিতে পারে কি না।