প্যারালিম্পিক্সের সময় সেজেছে আইফেল টাওয়ার। ছবি: রয়টার্স।
দলের সঙ্গে প্যারিসে গিয়েছিলেন তিনি। কিন্তু প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগেই নিখোঁজ হয়ে গিয়েছেন মহিলা খেলোয়াড়। তাঁর খোঁজ শুরু করেছে প্যারিস পুলিশ। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর।
‘হাফিংটন পোস্ট’ জানিয়েছে, ওই মহিলা খেলোয়াড় রাওয়ান্ডার ভলিবল দলের সদস্য। চলতি মাসের শুরুতেই প্যারিসে যান তিনি। দলের সঙ্গেই শিবিরে ছিলেন। কিন্তু ২০ অগস্ট একাই একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন সেই খেলোয়াড়। তার পর থেকে খোঁজ মিলছে না তাঁর। সেই খেলোয়াড়ের নাম জানানো হয়নি।
রাওয়ান্ডার অলিম্পিক্স কমিটির সভাপতি প্যারিসে গিয়েছেন। তিনি সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেছেন। তদন্ত শুরু হয়েছে। যে রেস্তরাঁ থেকে ওই খেলোয়াড় নিখোঁজ হয়ে গিয়েছেন সেখানকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে। ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছে বেশ কয়েকটি সংস্থা। তাঁদের দাবি, অলিম্পিক্সে প্রতিযোগীদের সুরক্ষার দিকে যতটা নজর দেওয়া হয়েছিল, প্যারালিম্পিক্সে তা হচ্ছে না। তার ফলেই এই ঘটনা ঘটেছে।