এই রোবট গাড়িতেই চাঁদে ঘুরবেন ক্যালি রড্রিগেজ। ছবি- নাসার সৌজন্যে।
ক্যালি রড্রিগেজ। তিনিই প্রথম মহিলা বা ‘ফার্স্ট উওম্যান’। অ-শ্বেতাঙ্গ।
প্রথম মহিলা হিসাবে চাঁদে পা পড়বে ক্যালির।
ক্যালি যদিও আদতে মহাকাশচারী নন। একটি কাহিনির চরিত্র। প্রায় পাঁচ দশক পর চাঁদে ফের মানুষ পাঠানোর আগে শনিবার নাসা প্রকাশ করল ‘গ্রাফিক নভেল’। যার কেন্দ্রীয় চরিত্র প্রথম মহিলা ক্যালি।
নাসা আগেই ঘোষণা করেছে, এ বার তাদের ‘আর্টেমিস’ অভিযানে চাঁদে এক জন মহিলা মহাকাশচারীকেও পাঠানো হবে। তিনিই হবেন প্রথম মহিলা মহাকাশচারী যিনি হাঁটবেন চাঁদে। নাসা আগে এ-ও ঘোষণা করেছে, সেই মহিলা মহাকাশচারী হবেন অ-শ্বেতাঙ্গও। এই নিরিখেও ক্যালি চাঁদে প্রথম মহিলাই।
ক্যালি রড্রিগেজ। ছবি- নাসার সৌজন্যে।
নাসার প্রকাশ করা গ্রাফিক নভেলে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে কী ভাবে যাবতীয় ঘাত-প্রতিঘাত, বাধা পেরিয়ে ক্যালি চাঁদে পৌঁছলেন। কী ভাবে চাঁদে যাওয়ার স্বপ্নপূরণ হল ক্যালির। ক্যালির রোবট ‘আরটি’-এর সঙ্গে সেই গ্রাফিক নভেলে রয়েছে তাঁর জীবনযুদ্ধ, কখনও লড়াইয়ে হেরে যাওয়ায় হতাশা আবার কখনও সেই লড়াইয়ে জয়ী হওয়ার কাহিনি।
সঙ্গী রোবটের ‘আরটি’ নামকরণ করা হয়েছে ক্যালির বাবার নামের (‘আর্তুরো’) অনুসরণে। আরটি শব্দের উচ্চারণটিও যে চাঁদে নাসার আসন্ন অভিযানের নাম আর্টেমিস-এর খুব কাছাকাছি!
নাসার অ্যাপ থেকে ডাউনলোড করে পড়ে নেওয়া যাবে গ্রাফিক নভেল্- ‘ফার্স্ট উওম্যান’।