International Space Station

9/11 Attacks: ৯/১১-র শহিদস্মরণে দেশ, মহাদেশকে মিলিয়ে দিল মহাকাশ

শহিদদের স্মরণ করে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীর কণ্ঠে শনিবার ধ্বনিত হল, “আমরা তোমাদের ভুলছি না, ভুলব না।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৬
Share:

৯/১১-র শহিদ স্মরণ অনুষ্ঠানে নাসার মহাকাশচারী শেন কিমব্রাফ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, শনিবার। ছবি- টুইটারের সৌজন্যে।

সম্ভব হল মহাকাশেই। দেশ, মহাদেশ মিলে গেল এক জায়গায়। একই সময়ে।

Advertisement

৯/১১-র ঘটনা যে শুধুই আমেরিকার নয়, গোটা বিশ্বের শান্তিকামী মানুষের পক্ষেই বিপজ্জনক, তার প্রমাণ মিলল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। শনিবার। ভূপৃ়ষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে দিনে ১৫ বার প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনের সাত মহাকাশচারী শ্রদ্ধায় স্মরণ করলেন ৯/১১-র শহিদদের। যেখানে এখন রয়েছেন আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স, জাপানের সাত জন মহাকাশচারী।

৯/১১-র শহিদদের স্মরণ অনুষ্ঠানে সেই দেশ-মহাদেশকে এক জায়গায় এনে দিল মহাকাশই। যার কোনও সীমা নেই, নেই যার কোনও দেওয়ালের ভেদাভেদ!

Advertisement

শহিদদের স্মরণ করে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীর কণ্ঠে ধ্বনিত হল, “আমরা তোমাদের ভুলছি না, ভুলব না।”

মহাকাশ স্টেশনে জাপানের গবেষণাগার কিবো ল্যাবরেটরি-তে আয়োজিত সেই স্মরণ অনুষ্ঠানে বাকি ৬ মহাকাশচারীকে সঙ্গে নিয়ে নাসার মহাকাশচারী শেন কিমব্রাফ বললেন, “আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহিদদের। তাঁদের পরিবারকে। তাঁদের পরিবারে যাঁরা রয়েছেন, তাঁদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা।” পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফে করা একটি টুইটে সেই অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ করা হয়।

তাঁদের পিছনে টাঙানো ছিল আমেরিকার পতাকা। জাপানের গবেষণাগারে। দেশ, মহাদেশের মেলবন্ধন যা একমাত্র সম্ভব মহাকাশেই। যার বিশালত্বের কাছে দেশ, মহাদেশ ক্ষুদ্র।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়দা জঙ্গিদের হামলার পর ধোঁয়ার ভয়ঙ্কর কুণ্ডলী মহাকাশ স্টেশন থেকে দেখতে পেয়েছিলেন আমেরিকার মহাকাশচারী ফ্র্যাঙ্ক কুলবার্টসন। সেই সময় তার ছবি ভিডিয়োয় তুলে রেখেছিলেন তিনি। সেই ভিডিয়ো আর যে ক্যামেরায় ছবি তুলেছিলেন কুলবার্টসন, সেই ক্যামেরা এখন রাখা আছে কানসাসের ৯/১১ স্মারক মিউজিয়ামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement