রাজ্যের ভূমিকায় অসন্তোষ হাই কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বোমা মারার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট না পেয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার রাজ্যের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আদালতে। কিন্তু তা জমা পড়েনি। আগামী ৭ জানুয়ারি রাজ্যকে হলফনামা আকারে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
গত ৮ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ওই সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। নির্বাচনের সময়ে বোমাবাজিরও অভিযোগ ওঠে। তাতে এক জন জখমও হন বলে অভিযোগ। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা করেন সমবায়ের এক সদস্য। মামলাটি চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিনি রাজ্যের থেকে রিপোর্ট তলব করেন। তবে বিচারপতি ঘোষের এজলাস শুক্রবার না বসার কারণে এ দিন মামলাটি শোনা হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।
গত শুনানির নির্দেশ মতো রাজ্যের থেকে রিপোর্ট দেখতে চান বিচারপতি সেনগুপ্ত। তবে এ দিন রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য। সরকারের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি এবং ৭ জানুয়ারি হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সে দিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
রাজ্যের আইনজীবী এ দিন আদালতে জানান, ঘটনার দিন বোমার স্প্লিন্টারে কেউ জখম হননি। তবে রাজ্যের এই দাবিতে আপত্তি জানান মামলাকারীর আইনজীবী। ঘটনার পর জেলা পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলেও আদালতে জানান রাজ্যের আইনজীবী। যদিও মামলাকারীর দাবি, পুলিশ এই মামলায় বিস্ফোরক আইনের যথাযথ ধারা যুক্ত করেননি।