Chat Masala

স্যালাড বা কবাব, সামান্য চাটমশলা বাড়িয়ে দেয় স্বাদ-গন্ধ, বাড়িতে কী ভাবে তৈরি করবেন?

ভাজাভুজি হোক বা মুড়িমাখা, কিংবা সব্জি, একটু চাটমশলা ছড়িয়ে দিলে খেতে বেশ ভাল লাগে। বাজার থেকে না কিনে, বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩
Share:

চাট মশলা বাড়িতে কী ভাবে তৈরি করবেন? ছবি: ফ্রিপিক

মুচমুচে বড়া হোক কিংবা কবাব, টাটকা ফলের উপরেও একটু চাটমশলা ছড়িয়ে দিলে স্বাদ ও গন্ধ, দুই-ই বেড়ে যায়। বাজারচলতি চাটমশলা পাওয়া যায় ঠিকই, কিন্তু আচমকা ফুরিয়ে গেলে কী করবেন? তার চেয়ে বরং জেনে নিন, বাড়িতেই কী ভাবে মশলাটি তৈরি করতে পারেন? তা ছাড়া, বাড়ির বানানো জিনিসের গুণগত মান সম্পর্কেও নিশ্চিত থাকা যায়।

Advertisement

উপকরণ

১ কাপ ধনে গুঁড়ো

Advertisement

১ কাপের চার ভাগের এক ভাগ জিরে

অর্ধেক কাপ জোয়ান

অর্ধেক কাপ আমচুর

অর্ধেক চামচ গরম মশলা

এক কাপের চার ভাগের এক ভাগ সৈন্ধব লবণ

৪ টেবিল চামচ গোলমরিচ

আধ চা-চামচ হিং

আধ কাপ শুকনো পুদিনা পাতা

প্রণালী

ধনে, জিরে, জোয়ান, গোলমরিচ, জোয়ান শুকনো কড়াই বা চাটুতে নাড়াচাড়া করে নিন। এতে উপকরণগুলি থেকে আর্দ্রতা বেরিয়ে যাবে। ভাল গন্ধও বেরোবে। সেগুলি ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে বাকি উপকরণগুলি ভাল করে মিশিয়ে নিতে হবে। চাটমশলাটি বায়ুনিরোধক কোনও পাত্রে রেখে দিন। দীর্ঘ দিন ব্যবহার করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement