উ মে হো। বয়স ৫২। তিনি নাকি ‘ভারতীয় দেবীর অবতার’, এমনটাই দাবি করেন এই মহিলা।
৬ অক্টোবর, বৃহস্পতিবার এই মহিলার বিরুদ্ধে ৪০টি অভিযোগ আনা হয় সিঙ্গাপুরের আদালতে।
নিজেকে দেবীর অবতার বলে পরিচয় দিয়ে তাঁর ভক্তদের ঠকিয়ে প্রচুর টাকা নেওয়ার অপরাধে তাঁকে অভিযুক্ত করা হয়।
এমনকি, ভক্তদের নৃশংস ভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
তদন্তে জানা গিয়েছে, উ-এর কথা মেনে না চললে ভক্তদের ভয়ানক শাস্তি দিতেন তিনি। ৪৩ বছর বয়সি এক মহিলার হাতে বার বার কাঁচি দিয়ে কুপিয়ে শাস্তি দিয়েছিলেন উ, এমনও অভিযোগ উঠে এসেছে।
শুধু তা-ই নয়, এক ভক্তকে শাস্তি দিতে গিয়ে চিমটে দিয়ে তাঁর দাঁত উপড়ে ফেলেছিলেন উ।
ভক্তরা অবাধ্য হলে তাঁর সামনেই মানুষের মল গিলতে বাধ্য করতেন তিনি।
শুধু শাস্তিই দিতেন না, অভিযোগ ভক্তদের ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে কোটি কোটি টাকা লুট করতেন উ।
২০১২ থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত ১৪ জন ভক্ত তাঁর শিকার হয়েছিলেন বলে তদন্ত সূত্রে খবর।
নিজের জন্য গরু কিনবেন বলে এক ভক্তের কাছে ২,৮০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ২ কোটি ৩০ লক্ষ ৬৬ হাজার ৫৫৪ টাকা) নিয়েছিলেন।
২০১৩ সাল থেকে ২০১৫ সালের সময়কালে আরও এক ভক্তের কাছে ১.৭ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৫৫ হাজার ৪৩৫ টাকা) নিয়েছিলেন উ।
ভারতে একটি মন্দির বানাবেন, এই মিথ্যা প্রলোভনে পা দিয়ে বহু ভক্ত তাঁকে টাকাও দিয়েছেন।
২০২০ সালের অক্টোবর মাসেই তাঁর বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছিল।
বর্তমানে তাঁকে আইনি নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন মতো তাঁকে হাজিরা দিতে হবে বলে সূত্রের খবর।