Sixth wife of Ellison

বিশ্বের চতুর্থ ধনী, বিয়ে করেছেন ছ’বার! হাঁটুর বয়সি রহস্যময়ী স্ত্রীকে আড়ালেই রাখেন ধনকুবের

ধনকুবের এলিসনের ষষ্ঠ স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে বিদেশের সংবাদমাধ্যমগুলিতে। নতুন মিসেস এলিসন কে হলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৪১
Share:
০১ ১৬

সম্প্রতি ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বে ধনকুবেরদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে তাঁর নাম। শুধু সে কারণেই নয়, আরও একটি কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন অন্যতম প্রযুক্তি সংস্থা ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ষষ্ঠ বার বিয়ে করলেন তিনি।

০২ ১৬

আমেরিকার অন্যতম ধনকুবের এলিসনের ষষ্ঠ স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে বিদেশের সংবাদমাধ্যমগুলিতে। নতুন মিসেস এলিসন কে হলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও চিনের বাসিন্দা জোলিন ঝু হলেন বিশ্বের চতুর্থ ধনকুবেরের ঘরনি। আমেরিকায় আন্তর্জাতিক গবেষণায় স্নাতক ডিগ্রি অর্জন করতে এসেছিলেন ঝু।

Advertisement
০৩ ১৬

আক্ষরিক অর্থেই ঝু ‘বৃদ্ধস্য তরুণী ভার্যা’। কারণ অশীতিপর ল্যারির এই দাম্পত্যসঙ্গীর বয়স ৩৩। ৪৭ বছরের ছোট তরুণীর সঙ্গে ২০২৩ সালে ল্যারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে চাননি ওরাকল কর্তা। যার ফলে ঝু-এর পরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল বিভিন্ন মহলে। নভেম্বর মাসে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের জন্য কয়েকশো কোটি টাকার চুক্তির পর ঝু সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

০৪ ১৬

মিশিগান বুস্টার দলের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে এই চুক্তির জন্য ওরাকল কর্তা এলিসন ও তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। সেই পোস্টকে ঘিরে ঝু-এর পরিচয় নিয়ে তাঁর নিজের দেশেও ব্যাপক চর্চা শুরু হয়েছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিনা তরুণী জোলিন ঝু-এর আসল নাম কেরেন ঝু। লেখাপড়ার জন্য তিনি আমেরিকা পাড়ি দিয়েছিলেন ২০১০ সালে।

০৫ ১৬

২০১২ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পান জোলিন। সংবাদমাধ্যমের তথ্য বলছে, এলিসনের সঙ্গে ঝু-এর আলাপ ২০১৭ সাল থেকেই। বিশ্ববিদ্যালয়ের খেলা সংক্রান্ত নানা অনুষ্ঠানে হাজির থাকতেন ঝু। সেখান থেকেই ল্যারির সঙ্গে পরিচয় ও সম্পর্ক। ২০১৯ সালে একটি টেনিস প্রতিযোগিতায় পর পর কয়েক দিন তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

০৬ ১৬

সেই সময় ল্যারি তাঁর পঞ্চম স্ত্রী নিকিতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২০ সালে ৩৮ বছর বয়সি নিকিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ল্যারির। নিকিতা এক জন ইউক্রেনীয়-আমেরিকান মডেল। তার আগে আরও চারটি বিয়ে করেছিলেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা। ১৯৬৭ সালে আদা কুইনকে প্রথম বিয়ে করেন ল্যারি। ৭৪ সালে তাঁরা আলাদা হয়ে যান।

০৭ ১৬

তার পর আরও তিন জনকে বিয়ে করেন ল্যারি। কোনও বিয়ের স্থায়িত্বই বেশি দিন হয়নি। দুই সন্তানও রয়েছে ল্যারির। এক ছেলে ও এক মেয়ে।

০৮ ১৬

নিকিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর এলিসন কখনওই প্রকাশ্যে স্বীকার করেননি তাঁর সঙ্গে ঝু-এর সম্পর্কের কথা। নতুন সম্পর্ক নিয়ে প্রথম থেকে লুকোছাপা করে গিয়েছেন দু’জনেই। এমনকি তাঁদের দাম্পত্যও রহস্যে মো়ড়া। তারকা মিয়াঁ-বিবির বয়সের বিপুল ফারাকও পাপারাৎজ়িদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

০৯ ১৬

ঝু-এর পারিবারিক পটভূমি সম্পর্কে বিশদে জানা না-গেলেও চিনা সমাজমাধ্যমগুলির দাবি, ঝু-এর বাবাও একটি সংস্থার সিইও। লিয়াওনিংয়ে অবস্থিত সেই সংস্থাটি চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি তৈরি করে। ঝু-এর পরিবারও যথেষ্ট বিত্তশালী।

১০ ১৬

অন্য কয়েকটি সূত্র আবার দাবি করেছে, জোলিন একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। চিনের লিয়াওনিংয়ের উত্তর-পূর্ব ইউকাইয়ের একটি স্কুলে পড়াশোনা করেছিলেন। স্কুলটি বিদেশি ভাষা শিক্ষার জন্য বহুল পরিচিত। পরবর্তী কালে তিনি ম্যাসাচুসেটসের সাইমন্‌স রকের বার্ড কলেজে ভর্তি হন বলে দাবি করা হয়েছে।

১১ ১৬

আমেরিকায় পড়তে আসার পর ঝু একটি ভাড়াবাড়িতে থাকতেন। ২০২০ সালের পর তাঁর ঠিকানা পালটে যায়। কলেজের প্রথম বছরে যে অ্যাপার্টমেন্টে ঝু থাকতেন, সেখানে তাঁর সঙ্গে থাকতেন আরও এক ছাত্র অ্যাং ঝু। দু’জনের পদবি এক হলেও তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল তা জানা যায়নি। তাঁরা দম্পতি ছিলেন, না ভাই-বোন তা নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি।

১২ ১৬

স্নাতক হওয়ার পর ঝু ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে বসবাস করতে থাকেন। যেখানে থাকতেন ল্যারিও। যেখানে তিনি একটি আবাসনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। ঝু বর্তমানে আমেরিকার নাগরিক। আমেরিকায় ভোট দেওয়ার নথিতে তাঁর ঠিকানা হিসাবে যেটি দেখানো হয়েছে সেটির মালিকও ল্যারি। ফ্লরিডার একটি বিশাল সম্পত্তি বলে চিহ্নিত এটি।

১৩ ১৬

২০২২ সালে এলিসন ১৪০০ কোটি টাকায় সম্পত্তিটি কেনেন। ৩৩টি কামরা ও ৩৮টি শৌচাগার রয়েছে এই প্রাসাদোপম বাড়িটিতে। এ ছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জের লানাই নামের একটি দ্বীপ কেনেন তিনি। ২০১২ সালে ২ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে দ্বীপটির মালিকানা হাতে পান ল্যারি।

১৪ ১৬

লানাই কেনার পর রাতারাতি এই জায়গার ভোল বদলে ফেলেন ল্যারি। লানাইয়ে বহু বিলাসবহুল পাঁচতারা হোটেল তৈরি করেন তিনি। তৈরি করেন বিলাসবহুল রিসর্ট। নিজে থাকার জন্য ল্যারি পাঁচটি বাড়ির একটি কমপ্লেক্সও তৈরি করেছেন লানাই দ্বীপপুঞ্জে।

১৫ ১৬

এলিসন ৩৭ বছর ধরে ওরাকলের সিইও ছিলেন। তিনি ২০১৪ সালে পদত্যাগ করেন। বর্তমানে ওরাকলের ৪০ শতাংশের মালিকানা রয়েছে তাঁর হাতে।

১৬ ১৬

৮০ বছর বয়সি এই আমেরিকান ধনকুবের তাঁর কর্মজীবন শুরু করেছিলেন অ্যাম্পেক্স কর্পোরেশনে এক জন কম্পিউটার প্রোগ্রামার হিসাবে। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ১৭ লক্ষ ২৪ হাজার কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement