Durnibar Saha

Durnibar Saha: কার সঙ্গে সম্পর্কের জেরে বিয়ে ভাঙতে চলেছে দুর্নিবারের?

মীনাক্ষি সঙ্গীতের একনিষ্ঠ ভক্ত। টুকটাক গানও গাইতেন। নেটমাধ্যমে কিছু দিন কথা বলার পর তাঁরও প্রেমে পড়েন দুর্নিবার। ভালই চলছিল তাঁদের মাখোমাখো প্রেম।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৫:৫৭
Share:
০১ ১৬

দুর্নিবারের বিয়ে ভাঙা নিয়ে গুঞ্জন টলি পাড়ায়। কানাঘুষো শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরেই নাকি ভাঙতে চলেছে দুর্নিবারের বিয়ে।

০২ ১৬

শোনা যাচ্ছে, ইদানীং দুর্নিবার-মীনাক্ষির দাম্পত্যকলহ চরমে। বর্তমানে তা নাকি এমন জায়গায় পৌঁছেছে যে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন মীনাক্ষি।

Advertisement
০৩ ১৬

কী ভাবে আলাপ হয়েছিল দুর্নিবার-মীনাক্ষির? টলি পাড়ার অন্দরে গুঞ্জন, নেটমাধ্যমে সূত্রে আলাপ হয়েছিল দু’জনের। অতঃপর, প্রেম এবং বিয়ে।

০৪ ১৬

২০১৭-য় আইনি বিয়ে করেন তাঁরা। ২০২১-এ ঢাক-ঢোল পিটিয়ে সামাজিক বিয়ে সেরে ফেলেন। তার পর বেশ কাটছিল দিন, কিন্তু কী এমন হল যে দাম্পত্য একেবারে তলানিতে এসে ঠেকল?

০৫ ১৬

একটি রিয়্যালিটি শোয়ে গানের সূত্র ধরে প্রচারের আলোয় আসেন দুর্নিবার। হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে-র গানের ভক্ত দুর্নিবার নিজের অন্য রকম গলা এবং স্বকীয়তার জোরে নজরে আসেন রিয়্যালিটি শোয়ের বিচারকদের।

০৬ ১৬

এই রিয়্যালিটি শোয়ের ফাইনালে পৌঁছেও শেষ রাউন্ডে ছিটকে যান দুর্নিবার। শো না জিতলেও মন জিতে নেন হাজার হাজার বাঙালি দর্শকের।

০৭ ১৬

নাম হতেই একাধিক অনুষ্ঠান, নামীদামি শিল্পীর সঙ্গে রেকর্ডিং এবং মঞ্চ ভাগ, নিজস্ব অ্যালবাম— কি না পেয়েছেন দুর্নিবার। শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল। তাতেও খুব কম সময়েই সাফল্য।

০৮ ১৬

উন্নতি আসা সত্ত্বেও শান্ত স্বভাবের লাজুক এই ছেলের ব্যবহারে বিশেষ পার্থক্য আসেনি। আত্মভোলা এবং খামখেয়ালি দুর্নিবার গান গাওয়া ছাড়াও মাঝেমধ্যেই বেরিয়ে পড়তেন ক্যামেরা হাতে। আর তাঁর এই খামখেয়ালিপনার কারণেই হয়তো তাঁর প্রেমে পড়েন মীনাক্ষি।

০৯ ১৬

মীনাক্ষি সঙ্গীতের একনিষ্ঠ ভক্ত। টুকটাক গানও গাইতেন। নেটমাধ্যমে কিছু দিন কথা বলার পর তাঁর প্রেমে পড়েন দুর্নিবার। ভালই চলছিল তাঁদের মাখোমাখো প্রেম। আইনি বিয়ের পরও দু’বছর নিজেদের সামাজিক বিয়ে থেকে দূরেই রেখেছিলেন তাঁরা।

১০ ১৬

২০২১-এ সামাজিক স্বীকৃতি দিয়ে মীনাক্ষিকে নিয়ে সংসার শুরু করলেও বছর ঘুরতে না ঘুরতেই শুরু তাঁদের বিচ্ছেদের কানাঘুষো। সবার মনেই একই প্রশ্ন। কী এমন হল যে, সংসার শুরু করতে না করতেই সেই সম্পর্কে ইতি টানতে চাইছেন দম্পতি?

১১ ১৬

শোনা যাচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক থেকে থাকতে পারে দুর্নিবারের। যিনি নিজে ফিল্ম বা গানের দুনিয়ার সঙ্গে যুক্ত না হলেও কোনও তারকার সঙ্গে কাজের সূত্রে তিনি জড়িত থাকতে পারেন। তবে এ সবই জল্পনা। কিন্তু কোথাও যে একটা সমস্যা হয়েছে এবং তার জন্য দুর্নিবারের বিয়ে যে ভাঙতে চলেছে, তা শোনা যাচ্ছে।

১২ ১৬

গুঞ্জন, ওই যুবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুর্নিবার। স্ত্রী থাকতেও হঠাৎ করেই মন দিয়ে ফেলেছেন অন্য নারীকে। আর সেই নারীতেই নাকি মজেছেন দুর্নিবার। যা জানতে পেরে মীনাক্ষির সঙ্গে তাঁর দাম্পত্যকলহ নাকি চরমে পৌঁছেছে।

১৩ ১৬

টলিপাড়ার আনাচে-কানাচে যে জল্পনা ঘুরে বেড়াচ্ছে তা অনুযায়ী, কাজের সূত্রেই নাকি ওই মহিলার সঙ্গে আলাপ দুর্নিবারের।

১৪ ১৬

আনন্দবাজার অনলাইনের তরফ থেকে মীনাক্ষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি কোনও কথা বলব না।’’ ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল দুর্নিবারের সঙ্গেও। তাঁর ফোন বেজে যায়।

১৫ ১৬

এই বিষয়ে দুর্নিবার এবং মীনাক্ষি মুখে কুলুপ আঁটলেও প্রেম তো আর চাপা থাকে না। জল্পনারও কোনও সীমা থাকে না।

১৬ ১৬

তবে দুর্নিবারের এই প্রেমের গল্প সত্যি না কি নিছকই জল্পনা, তা জানতে মুখিয়ে আছে ভক্তকূল। পাশাপাশি অন্য কোনও কারণে তাঁদের প্রেম ভেঙেছে কি না, তা জানতেও মরিয়া অনুরাগীর দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement