চলতি বছরের ‘ফ্লপ’ ছবির তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে দক্ষিণী অভিনেতা প্রভাসের ‘আদিপুরুষ’-এর নাম। ৭০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়়ে। বলিপাড়া সূত্রে খবর, দক্ষিণী ফিল্মজগতের পাশাপাশি হিন্দি ফিল্মজগতেও চলতি বছরের সবচেয়ে ব্যর্থ ছবির তকমা পেয়েছে ‘আদিপুরুষ’।
বলিপাড়ার একাংশের অনুমান, প্রভাস এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে যতগুলি ছবিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে ‘আদিপুরুষ’ই সবচেয়ে ব্যর্থ। বক্স অফিসে ২২৫ কোটি টাকার লোকসান করেছে ‘আদিপুরুষ’। কিন্তু দক্ষিণী ফিল্মজগতে যে ‘আদিপুরুষ’-এর চেয়েও ব্যর্থ ছবিতে প্রভাস অভিনয় করেছেন তা জানেন কি?
ওম রাউতের পরিচালনায় চলতি বছরে মুক্তি পায় ‘আদিপুরুষ’। প্রভাসের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন কৃতি শ্যানন, সইফ আলি খানের মতো বলি তারকারা।
তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও মু্ক্তি পায় ‘আদিপুরুষ’। ফিল্ম বিশেষজ্ঞদের দাবি, এই ছবিকে পুরোপুরি ভাবে দক্ষিণী ফিল্মজগতের ছবি বলা যায় না। এই ছবিতে দক্ষিণী তারকার চেয়ে বলি তারকাদের সংখ্যা বেশি। তাই ‘আদিপুরুষ’কে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে রাখাটাই বাঞ্ছনীয় বলে দাবি করেন ফিল্ম বিশেষজ্ঞরা।
দক্ষিণী ফিল্মজগতের সবচেয়ে ব্যর্থ ছবি ‘রাধে শ্যাম’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন প্রভাস।
২০২২ সালে রাধাকৃষ্ণ কুমারের পরিচালনায় মুক্তি পায় ‘রাধে শ্যাম’। প্রভাসের বিপরীতে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে।
‘রাধে শ্যাম’ ছবির পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা যায় বহু দক্ষিণী তারকাকে। ভাগ্যশ্রী, সত্যরাজ, জগপতি বাবু, কৃষ্ণম রাজু, জয়রামের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা এই ছবিতে অভিনয় করেন।
তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পায় ‘রাধে শ্যাম’। তেলুগু ফিল্মজগতের ‘দামি’ ছবি হিসাবে নাম লেখায় এই ছবি।
৩০০ কোটি টাকা বাজেটে তৈরি হয় ‘রাধে শ্যাম’। ছবিটি মুক্তির পর বক্স অফিসে কোটি কোটি টাকার লোকসান করে।
শুধুমাত্র ভারত থেকে ‘রাধে শ্যাম’ ছবিটি ১০১ কোটি টাকার ব্যবসা করে। বিশ্ব জুড়ে এই ছবিটি মোট ১৪৪ কোটি টাকা আয় করে।
বক্স অফিসে উপার্জনের হিসাব করলে দেখা যায়, ‘রাধে শ্যাম’ ছবিটি ১৭০ কোটি টাকার লোকসান করে।
বক্স অফিসে লোকসানের ভিত্তিতে তুলনা করলে ‘আদিপুরুষ’-এর চেয়ে কম লোকসান করে ‘রাধে শ্যাম’। তবুও দক্ষিণের ফিল্মজগতে সবচেয়ে ব্যর্থ হিসাবে ‘আদিপুরুষ’-এর আগে নাম আসে ‘রাধে শ্যাম’-এর। ফিল্ম বিশেষজ্ঞরা এর কারণও ব্যাখ্যা করেছেন।
ফিল্ম বিশেষজ্ঞদের দাবি, ‘রাধে শ্যাম’ ছবিতে প্রভাস-সহ সকল তারকাই দক্ষিণী ইন্ডাস্ট্রির। তাই এই ছবিটি সম্পূর্ণ ভাবে দক্ষিণী ফিল্মজগতের অন্তর্ভুক্ত।
‘আদিপুরুষ’ ছবিটি হিন্দি ফিল্মজগতের অংশ হওয়ার কারণে লোকসান বেশি করলেও দক্ষিণী ফিল্মজগতের সবচেয়ে ব্যর্থ ছবি হিসাবে নাম লিখিয়ে নেয় প্রভাসের ‘রাধে শ্যাম’।