বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন তিনি। সমাজমাধ্যমে বিয়ের ছবি ভাগ করে নিয়ে আরমান লিখলেন, “তু হি মেরা ঘর”।
আরমান এবং আশনার পরনে ছিল সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও তাঁর সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় এবং ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখে বিয়ে সারেন দু’জন।
১৯৯৩ সালের অগস্ট মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আশনার। শৈশবে আশনার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকে মায়ের কাছেই বড় হয়েছেন তিনি।
সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত নন আশনা। তবে সমাজমাধ্যমে বহুল পরিচিত মুখ তিনি। পেশায় নেটপ্রভাবী ৩১ বছরের আশনা। তবে তাঁর বলিউডি যোগও রয়েছে।
আশনার মা কিরণশ্যাম শ্রফ কয়েকটি হিন্দি ছবির চিত্রনাট্য লেখালেখি এবং প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘বাবুমশাই বন্দুকবাজ’, ‘জোগিরা সারা রা রা’, ‘কুন ফায়া কুন’-এর মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেন আশনা। সেখান থেকেই মডেলিংয়ের বাসনা জাগে তাঁর। মুম্বইয়ে স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর বিদেশে পাড়ি দেন তিনি।
বাচ্চাদের মানসিক বিকাশ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য নিউ জ়িল্যান্ডের একটি কলেজে ভর্তি হন আশনা। তার পর ফোটোগ্রাফি নিয়েও প্রশিক্ষণ নেন তিনি।
ফ্যাশন নিয়ে পড়ার জন্য লন্ডনে যান আশনা। ডিগ্রি অর্জনের পর মুম্বইয়ে ফিরে যান। ২০১৩ সালে অনলাইন মাধ্যমে ব্যবসাও শুরু করেন আশনা।
কানাঘুষো শোনা যায়, কিরণশ্যাম চাইতেন না যে তাঁর কন্যা আর্টস নিয়ে পড়াশোনা করুক। মায়ের ইচ্ছাপূরণ করতে স্কুলে চাকরি করতে শুরু করেন আশনা। দু’বছর পর সেই চাকরি ছেড়েও দেন তিনি।
বলিপাড়ার গুঞ্জন, সিদ্ধান্ত নামে এক চিত্রগ্রাহকশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়ান আশনা। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।
২০ বছর বয়স থেকে ‘ব্লগ’ লিখতে শুরু করেন আশনা। ঘোরাঘুরি এবং রূপটান সংক্রান্ত নানা বিষয়ে লেখালেখি করেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে আশনার।
২০১৬ সালে ইউটিউবে আশনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয় হয়ে যান আশনা। জনপ্রিয় প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
আরমানের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ২০১৭ সালে আরমান এবং আশনার প্রথম আলাপ। আলাপ গড়াতেই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। ঘুরতে যাওয়ার ছবি সমাজমাধ্যমেও পোস্ট করতে দেখা যেত তাঁদের।
বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে আরমান এবং আশনাকে। বলিউডের অন্দরমহল থেকে জানা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়ানোর কিছু দিন পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৯ সালে আবার সম্পর্কে জড়ান তাঁরা।
২০২৩-এর অগস্ট মাসে বাগ্দান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। বাগ্দান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোজ়াল ফর হিজ় লেডি লভ’ নামে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান।
সমাজমাধ্যমে আশনার অনুগামীর সংখ্যা নজর কাড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।